কখনও গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকে রয়েছেন। কখনও বা রাতে ঘুমোচ্ছেন। কিন্তু আচমকা বেজে উঠছে মোবাইল। ফোন ধরতেই কখনও বিজেপির স্লোগান, কখনও গুলি চলার অথবা অন্য কোনও বিকট আওয়াজ শোনা যাচ্ছে। এই ঘটনার নেপথ্যে বিজেপির আইটি সেল রয়েছে, মঙ্গলবার পুলিশের কাছে এমনই অভিযোগ করেছেন কালনার তৃণমূল নেতা প্রণব রায়। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
যেখান থেকে ফোনগুলি আসছে, এমন ১৯টি নম্বর পুলিশকে দিয়েছেন কালনা ২ ব্লকের তৃণমূল সভাপতি প্রণববাবু । তাঁর অভিযোগ, লোকসভা ভোটের ফলপ্রকাশের পরে থেকেই এমন ঘটনা ঘটছে। এমন ফোনের ঠেলায় অতিষ্ঠ হয়ে তাঁকে অন্তত ১৫০টি নম্বর ‘ব্লক’ও করতে হয়েছে বলে জানান তিনি। তাঁর ধারণা, প্রথম দিকে ওই ফোনগুলি কম্পিউটার থেকে করা হত। কিন্তু ওই নম্বরগুলি ব্লক করেও লাভ হয়নি বলে দাবি।
কিন্তু বিজেপির আইটি সেল এই ঘটনার সঙ্গে যুক্ত, এমন অভিযোগ কেন? প্রণববাবুর দাবি, কিছু দিন আগে ওই ১৯টি নম্বর থেকে ফোন করে শোনানো হচ্ছে বিজেপির স্লোগান। তাঁর আরও অভিযোগ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডে একটি বিশেষ জনগোষ্ঠীর হয়ে সোশ্যাল মিডিয়ায় ‘পোস্ট’ শেয়ার করেছিলেন। তার পরে থেকেই এমন ফোন আসার সংখ্যা বেড়েছে। তাঁর দাবি, ওই নম্বরগুলিতে ফোন করা হলে, অন্য ভাষায় ‘হ্যালো টিউন’ও শোনা যাচ্ছে।
তবে দলের কোনও শাখা বা দল এমন কোনও ঘটনার সঙ্গে যুক্ত নয় বলে দাবি করেছেন বিজেপির অন্যতম জেলা সম্পাদক ধনঞ্জয় হালদার। তাঁর কথায়, ‘‘উনি একেবারেই ঠিক বলছেন না। পায়ের তলার জমি সরে যাচ্ছে বুঝে বিজেপির নামে অপপ্রচার করছেন উনি।’’
কালনা থানার পুলিশ জানায়, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।