প্রতীকী ছবি।
দলের সংগঠন ভাঙাতে ‘পরিকল্পনা’ করছে বিজেপি। শুক্রবার দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এ ভাবেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি।
এ দিনই প্রথম তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের আমলৌকা গ্রামে আয়োজিত দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে জিতেন্দ্রবাবু মন্তব্য করেন, ‘‘বিজেপি নেতা-কর্মীদের কোনও বিশ্বাসযোগ্যতা নেই জনমানসে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদের নিজেদের দলে টেনে তাঁদের মানুষের সামনে তুলে ধরার পরিকল্পনা করছে বিজেপি।’’
সম্প্রতি শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক, আসানসোলের পুর-প্রশাসক পদ ও দল ত্যাগ, দলে প্রত্যাবর্তন এবং ‘দিদি’র (মমতা বন্দ্যোপাধ্যায়) প্রতি আস্থার কথা জানানো-সহ নানা ঘটনা ঘটিয়েছেন জিতেন্দ্র। এই আবহের মধ্যে জিতেন্দ্রবাবুর এমন মন্তব্যে বিশেষ রাজনৈতিক তাৎপর্য খুঁজছেন এলাকার রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
তবে জিতেন্দ্রবাবুর এ দিনের অভিযোগের পাল্টা জবাব দিয়েছে বিজেপি-ও। বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই বলেন, ‘‘বিজেপি নেতা-কর্মীদের গ্রহণযোগ্যতা আছে কি নেই তা ২০১৯-এর লোকসভা ভোটেই প্রমাণ হয়ে গিয়েছে। বিজেপি কাউকে ভাঙাতে যায় না। তৃণমূলের নেতা-কর্মীরাই দলে-দলে আমাদের দলে আসছেন।’’