jewellery theft

আউশগ্রামের আরও এক মন্দিরে চুরি হল কালীর গয়না, কারা করছে? খুঁজছে পুলিশ

কালীপুজোর রাতেও আউশগ্রামের দেয়াসা গ্রামে একটি কালি মন্দিরে তালা ভেঙ্গে বিগ্রহের গয়না চুরির অভিযোগ উঠেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ২০:১৩
Share:

পূর্ব বর্ধমানের আউশগ্রামের কোঁয়ার পরিবারের কালী প্রতিমা। —নিজস্ব চিত্র।

পূর্ব বর্ধমানের আউশগ্রামের আরও এক কালীমন্দিরে চুরি হল বিগ্রহের গয়না। শুক্রবার রাতে আউশগ্রামের ব্রজপুর গ্রামে কোঁয়ার পরিবারের কালী মন্দিরে হয়েছে এই ঘটনা। ওই পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, মন্দিরের লোহার ফটকের তালা ভেঙে বিগ্রহের গা থেকে এক ভরি সোনা এবং প্রায় পাঁচ ভরি রুপোর গয়না চুরি করা হয়েছে।

Advertisement

মন্দিরের পাশেই থাকেন রিনা রায়চৌধুরী। তিনি শনিবার সকালে দেখেন, ওই মন্দিরের তালা খোলা। সঙ্গে সঙ্গে তিনি কোঁয়ার পরিবারের সদস্যদের বিষয়টি জানান। খবর পেয়ে তাঁরা মন্দিরে এসে দেখেন, বিগ্রহের গা থেকে সোনা এবং রুপোর গয়না চুরি করা হয়েছে। চুরি যাওয়া গয়নার মধ্যে ছিল প্রতিমার সোনার টিপ, নখ, জিভ, রুপোর মুকুট, পায়ের তোড়া। চুরির অভিযোগ পেয়ে আউশগ্রামের গুসকরা ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেছে।

বৃহস্পতিবার, কালীপুজোর রাতেও আউশগ্রামের দেয়াসা গ্রামে একটি কালি মন্দিরে তালা ভেঙ্গে বিগ্রহের গয়না চুরির অভিযোগ উঠেছে। ওই মন্দিরটিও ছিল একটি পরিবারের। সেই পরিবারের অভিযোগ, এলাকায় মধু সংগ্রহের জন্য ঘুরে বেড়াছে যাযাবরেরা। তাঁরাই এ সব করেছেন। ওই চুরির ঘটনারও তদন্ত করছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement