ভর্তি নিয়ে ঝামেলা টিএমসিপির, বহিষ্কার

ভর্তির লাইনে দাঁড়ানো নিয়ে টিএমসিপি-র দু’দল ছাত্রের গোলমালে আহত হলেন কয়েকজন। বৃহস্পতিবার ভাতার কলেজের ঘটনা। আহতদের মধ্যে এক সিভিক পুলিশও রয়েছেন। তাঁকে বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হয়েছে। পরে ওই সিভিক পুলিশ, আসিফ ফৌজদারের দাদা বাবুলালবাবু টিএমসিপি-র ব্লক সভাপতি সঞ্জিত দত্ত-সহ ছ’জনের নামে মারধরের অভিযোগ দায়ের করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০১:৪২
Share:

ভর্তির লাইনে দাঁড়ানো নিয়ে টিএমসিপি-র দু’দল ছাত্রের গোলমালে আহত হলেন কয়েকজন। বৃহস্পতিবার ভাতার কলেজের ঘটনা। আহতদের মধ্যে এক সিভিক পুলিশও রয়েছেন। তাঁকে বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হয়েছে। পরে ওই সিভিক পুলিশ, আসিফ ফৌজদারের দাদা বাবুলালবাবু টিএমসিপি-র ব্লক সভাপতি সঞ্জিত দত্ত-সহ ছ’জনের নামে মারধরের অভিযোগ দায়ের করেন।

Advertisement

এ দিন বেলা ১০টা নাগাদ ভাতার কলেজে প্রথম বর্ষে ভর্তির লাইনে দাঁড়ানো নিয়ে দু’দল ছাত্রের মধ্যে বচসা ও মারামারিতে হয়। এসএফআই নেতা সৌমেন কারফর্মার অভিযোগ, আসিফ এ দিন এলাকার কয়েকজনকে জোর করে লাইনে ঢোকাচ্ছিলেন। তা নিয়েই টিএমসিপি-র অন্য গোষ্ঠীর সঙ্গে বচসা বাধে। হাসপাতালে বসে আসিফের দাবি, ‘‘আমি ডিউটিতে ছিলাম। এক দল ছাত্র আচমকা লাঠি, রড দিয়ে মাথায় আঘাত করা হয়।’’ টিএমসিপি-র রাজ্য সভাপতি অশোক রুদ্র বলেন, ‘‘ব্লক সভাপতি-সহ ওই ঘটনায় যুক্ত সকলকে বহিষ্কার করা হয়েছে। কলেজের ওই ইউনিটটি ভেঙেও দেওয়া হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement