Government

উঁচু রাস্তা, ধারে জমে থাকা বালির জন্য বাড়ছে বিপত্তি

দুর্ঘটনার পরে রাতে এলাকা অশান্ত হয়ে ওঠে। বাসিন্দারা পুলিশের কাছে রাস্তায় জমে থাকা বালি ও রাস্তার উঁচু অংশ নিয়ে ক্ষোভ জানান। বৃহস্পতিবার এলাকায় যান এসিপি (ট্র্যাফিক) সুকান্ত বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৯ ০০:০০
Share:

সাফ করা হচ্ছে রাস্তার বালি। বৃহস্পতিবার কুলটিতে। নিজস্ব চিত্র

রাস্তার পাশে জমে থাকে বালি। কালভার্টের কাছে উঁচু করা হয়েছে রাস্তা। এর জেরে গাড়ি নিয়ন্ত্রণে রাখতে সমস্যায় পড়েন চালকেরা, অভিযোগ কুলটির কুলতোড়া এলাকার বাসিন্দাদের অনেকেরই। বুধবার রাতে এলাকায় নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় এক সিভিক ভলান্টিয়ার-সহ দু’জনের মৃত্যু পরে এ নিয়ে সরব হয়েছেন তাঁরা। তবে বালি জমে থাকার জন্য না কি কালভার্ট লাগোয়া রাস্তায় ‘হাম্প’-এর মতো উঁচু করে রাখায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়, সে নিয়ে ধন্দে বাসিন্দারা। পুলিশ জানায়, রাস্তাটি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ জানতে ‘সিসিটিভি (‌ক্লোজ়ড সার্কিট) ফুটেজ’ পরীক্ষা করা হবে।

Advertisement

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে একটি খালি ট্রাক বরাকরের দিক থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। সেটির ঠিক সামনে স্কুটি নিয়ে যাচ্ছিলেন কুলটির সিভিক ভলান্টিয়ার গৌরব ভট্টাচার্য (২৮)। উল্টো দিক থেকে কর্মস্থল থেকে সাইকেলে কুলটির কেন্দুয়াবাজারে বাড়িতে ফিরছিলেন ইস্কোর ঠিকাকর্মী সন্তোষ সাউ (৪২)। তাঁর কিছুটা পিছনে ছিলেন ইস্কোর আর এক ঠিকাকর্মী, কুলতোড়া গ্রামের বাসিন্দা কেশব বাউড়ি। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান, ট্রাকটি প্রথমে গৌরবকে ধাক্কা মারে। তার পরে বেগতিক বুঝে চালক গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে সামনে চলে আসা দুই সাইকেল আরোহীকেও ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গৌরব ও সন্তোষবাবুর। গুরুতর জখম কেশববাবু আসানসোল জেলা হাসপাতালে ভর্তি।

দুর্ঘটনার পরে রাতে এলাকা অশান্ত হয়ে ওঠে। বাসিন্দারা পুলিশের কাছে রাস্তায় জমে থাকা বালি ও রাস্তার উঁচু অংশ নিয়ে ক্ষোভ জানান। বৃহস্পতিবার এলাকায় যান এসিপি (ট্র্যাফিক) সুকান্ত বন্দ্যোপাধ্যায়। পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে দু’টি সমস্যা জানা গিয়েছে। রাস্তায় কালভার্ট লাগোয়া কিছুটা জায়গা উঁচু করা হয়েছে। যদিও পূর্ত দফতরের কাছ থেকে পুলিশ জেনেছে, সেটি ‘হাম্প’ নয়। তাহলে উঁচু করা হয়েছে কেন, সেই ব্যাখ্যা মেলেনি বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া ওই এলাকায় রাস্তার একাংশে প্রায়ই প্রচুর বালি জমে থাকে। ফাঁকা রাস্তায় দ্রুত গতিতে যাওয়ার সময়ে সেখানে অনেক গাড়ি নিয়ন্ত্রণ হারায় বলে এলাকার অনেকের অভিযোগ।

Advertisement

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে কেন ট্রাকটি নিয়ন্ত্রণ হারাল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ‘সিসিটিভি ফুটেজ’ পরীক্ষা করে ট্রাকটির হদিস পাওয়ার চেষ্টা চলছে। এসিপি (ট্র্যাফিক) সুকান্তবাবু বলেন, ‘‘পুলিশের তরফে পূর্ত দফতরকে রাস্তার ওই অংশের সমস্যার কথা জানিয়ে ব্যবস্থা নিতে আর্জি জানানো হয়েছে।’’ এ দিন সকালে পুরসভার কর্মীরা রাস্তায় জমে থাকা বালি সাফ করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement