ওড়নায় নকশা ফুটিয়ে আয় দেখছেন তাঁতিরা
টাঙ্গাইল শাড়ি ও গামছা বুনে সংসার চলত নিত্যানন্দ দাসের। যন্ত্রে বোনা কাপড়ে সাধারণ তাঁতের শাড়ির চাহিদা কমায় বছর ছয়েক আগে তাঁতে নতুনত্ব আনার কথা ভাবেন নিত্যানন্দবাবুর সেজো ছেলে যাদবেন্দ্রসুন্দর।
সুচন্দ্রা দে
কাটোয়া
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৭ ০৯:২০
আনন্দবাজার অনলাইন এখন
হোয়াট্সঅ্যাপেও
ফলো করুন