crash

ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে গ্লাইডার, গুরুতর আহত পাইলট-সহ দুই

বৃহস্পতিবার বিকেলে ধানবাদ কয়লাঞ্চলে আকাশপথে যাত্রা শুরু করার কিছু ক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে গ্লাইডারটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৩ ২২:৪৯
Share:

নিজস্ব চিত্র।

ঝাড়খণ্ডে বিরসা মুন্ডার পার্কের কাছে দুর্ঘটনার কবলে গ্লাইডার। পাইলট-সহ দু’জন গুরুতর আহত। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার বিকেলে ধানবাদ কয়লাঞ্চলে আকাশপথে যাত্রা শুরু করার কিছু ক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে গ্লাইডারটি। বারওয়াড্ডা এয়ারস্ট্রিপ থেকে উড়ানের পর ৫০০ মিটার যেতে না যেতেই বিরসা মুন্ডা পার্কের কাছে নিলেশ কুমার নামের এক ব্যক্তির বাড়িতে গিয়ে পড়ে সেটি।

দুর্ঘটনায় গ্লাইডারটি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্লাইডারে থাকা পাইলট-সহ দুজন গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক আছে বলে জানা গিয়েছে।

Advertisement

গত কয়েক দিন ধরে ধানবাদ শহরের ওপর দিয়ে মানুষকে আকাশপথে যাতায়াক করত এই গ্লাইডার। বৃহস্পতিবার উড়ানের কিছু ক্ষণ পরেই যান্ত্রিক ত্রুটির কারণে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বারোয়াড্ডা বিমানবন্দর থেকে ৫০০ মিটার দূরে গিয়ে পড়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement