হেলমেট না পরে বেরোলে রাস্তায় গোলাপ, লজেন্স

হেলমেটবিহীন মোটরবাইক আরোহীদের সচেতন করতে অস্ত্র এ বার গোলাপফুল, লজেন্স। বৃহস্পতিবার এসটিকেকে রোডে কাটোয়া ২ ব্লকের জগদানন্দপুর পঞ্চায়েতের আখরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দেখা যায় গাঁধীগিরির পন্থা নিতে। অনেকেই খুদেদের এ ভাবে দেখে আর হেলমেট ছাড়া না বেরোনোর আশ্বাস দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাটোয়া শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৬ ০১:০২
Share:

খুদের মাথায় হেলমেট নেই। গোলাপ দিল ছাত্রী। নিজস্ব চিত্র।

হেলমেটবিহীন মোটরবাইক আরোহীদের সচেতন করতে অস্ত্র এ বার গোলাপফুল, লজেন্স। বৃহস্পতিবার এসটিকেকে রোডে কাটোয়া ২ ব্লকের জগদানন্দপুর পঞ্চায়েতের আখরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দেখা যায় গাঁধীগিরির পন্থা নিতে। অনেকেই খুদেদের এ ভাবে দেখে আর হেলমেট ছাড়া না বেরোনোর আশ্বাস দেন।

Advertisement

মুখ্যমন্ত্রী কলকাতায় হেলমেট পরায় কড়াকড়ি করার পরে জেলায় জেলায় সেই উদ্যোগ দেখা যায়। পেট্রোল পাম্পগুলিও হেলমেট ছাড়া এলে তেল না দেওয়ার কথা জানিয়ে দেয়। ধরপাকর শুরু করে পুলিশ, প্রশাসনও। কিন্তু তারপরেও রাস্তাঘাটে হেলমেট ছাড়া মোটরবাইক আরোহীর দেখা মিলছিল আকছার। সেই ছবি বদলাতেই এ বার গাঁধীগিরির ভাবনা।

অষ্টম শ্রেণির টুম্পা দাস, সপ্তম শ্রেণির মামণি খাতুনেরা বলে, ‘‘ক্লাসে স্যারদের মুখে শুনেছি বাইক চালাতে গেলে হেলমেট পরা আবশ্যক। আমরা তাই যাঁদের হেলমেট ছিল না তাঁদের ধরে গোলাপফুল আর লজেন্স দিয়েছি। আশা করি গোলাপফুল দেখে তাঁদের প্রতিক্রিয়া হবে।’’ স্কুলের প্রধান শিক্ষকও জানান, সরকারের উদ্যোগ সফল করতে ছাত্রছাত্রীদের নিয়ে ওই পরিকল্পনা করা হয়। এমন সাড়া পাব ভাবতেই পারিনি। স্থানীয় এক মোটরবাইক আরোহী বলেন, ‘‘তাড়াতাড়িতে হেলমেট না নিয়েই বেরিয়ে পড়েছি। ছাত্রছাত্রীরা রাস্তায় ওভাবে ফুল দেওয়ায় লজ্জায় পড়ে গিয়েছি।’’

Advertisement

কাটোয়া ২ এর বিডিও শিবাশিস সরকার বলেন, ‘‘পড়ুয়াদের এ ভাবে পথে দেখে মোটরবাইক চালকেরা সচেতন হবেন আশা করি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement