কমিটির তালিকা প্রকাশ করলেন জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। —ফাইল চিত্র।
তৃণমূলের নতুন ব্লক ও জেলা কমিটি ঘোষণা করা হল বৃহস্পতিবার। এ দিন আসানসোলের ঊষাগ্রামে দলীয় কার্যালয়ে কমিটির তালিকা প্রকাশ করেন দলের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। ছিলেন দলের জেলা চেয়ারম্যান মলয় ঘটকও।
নতুন তালিকা অনুযায়ী জেলা কমিটিতে জায়গা পেয়েছেন ৯৭ জন। ব্লক সভাপতি-সহ কিছু পদে নতুন মুখ দেখা গিয়েছে। ২০১৬-য় বিধানসভা ভোটে ভরাডুবির পরে, দুর্গাপুরের যাবতীয় পুরনো কমিটি ভেঙে দেওয়া হয়। পুরনো কমিটিতে দুর্গাপুর ১ ব্লকের সভাপতি ছিলেন রাজীব ঘোষ। এ বারেও তিনিই থাকছেন। কিন্তু দুর্গাপুর ২-এ উজ্জ্বল মুখোপাধ্যায় ও দুর্গাপুর ৩-এ দুর্গাপুর পুরসভার ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিপুল সাহাকে ব্লক সভাপতি করা হয়েছে।
তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, এ বার পদাধিকারী নির্বাচনে পরিচ্ছন্ন ভাবমূর্তির বিষয়টি অগ্রাধিকার পেয়েছে। তবে তালিকা প্রকাশ পেতে তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীদের একাংশ দাবি করেছেন, উজ্জ্বলবাবু সে ভাবে সিটি সেন্টারের একাংশ বাদে দলীয় রাজনীতিতে তেমন পরিচিত মুখ নন। আবার শিপুলবাবু সেন মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক, তবে সাংগঠনিক কাজকর্মের ক্ষেত্রে তাঁর গতিবিধি নিজের ওয়ার্ডেই ‘সীমাবদ্ধ’। তবে দুই নেতাই এ দিন বলেন, ‘‘দল যা দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করব।’’
এ দিকে, কাঁকসায় দীর্ঘদিন পরে ব্লক সভাপতি পদে কাউকে দায়িত্ব দেওয়ায় খুশি দলীয় কর্মীদের একাংশ। এখানে স্থানীয় কাউকে সভাপতি করার দাবি ছিল স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে। এ দিন শেষ পর্যন্ত ওই ব্লকেরই এক সময়ের প্রাক্তন সভাপতি দেবদাস বক্সীকে ব্লক সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে।
পাশাপাশি, কুলটিতে ব্লক সভাপতি করা হয়েছে বিমান আচার্যকে। এই দায়িত্বে নতুন হলেও দলের দীর্ঘদিনের কর্মী বিমানবাবু। এক সময়ে নানা কারণে দলীয় কাজকর্মের সঙ্গে ‘দূরত্ব’ তৈরি হলেও ফের গত বিধানসভা ভোটের আগে থেকে তাঁকে সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে। এই ব্লকের প্রাক্তন সভাপতি মহেশ্বর মুখোপাধ্যায়কে এ বার জেলা কমিটির সহ-সভাপতির পদে বসানো হয়েছে।
এ ছাড়া, জামুড়িয়া ২ ব্লকেও নতুন ব্লক সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। জামুড়িয়া ২ ব্লকের পূর্বতন সভাপতি মুকুল বন্দ্যোপাধ্যায় চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি প্রয়াত হন। এই ব্লকে ব্লক সভাপতি করা হয়েছে সুকুমার ভট্টাচার্যকে।
এ দিন জেলা ও ব্লক কমিটি ঘোষণার পরে, দলের জেলা সভাপতি জিতেন্দ্রবাবু বলেন, ‘‘সবাইকে এক যোগে দলের কাজ করতে হবে। আগামী বিধানসভা নির্বাচনকেই এখন পাখির চোখ করে এগোতে হবে।’’