বিস্ফোরকের গুদামে আগুন

বাজ পড়ে আগুন লাগল খনির কাজের জন্য রাখা বিস্ফোরকের গুদামে। সোমবার বিকেলে চুরুলিয়া পঞ্চায়েতের রাখাকুড়ার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৬ বিঘা ঘেরা জমির মাঝে ওই গুদাম ঘরে ডিটোনেটর রাখা ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জামুড়িয়া শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৬ ০০:৩৩
Share:

মাটিতে মিশে গিয়েছে গুদামঘর। আগুন নেভাচ্ছে দমকল। সোমবার বিকেলে চুরুলিয়ার রাখাকুড়ায় ওমপ্রকাশ সিংহের তোলা ছবি।

বাজ পড়ে আগুন লাগল খনির কাজের জন্য রাখা বিস্ফোরকের গুদামে। সোমবার বিকেলে চুরুলিয়া পঞ্চায়েতের রাখাকুড়ার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৬ বিঘা ঘেরা জমির মাঝে ওই গুদাম ঘরে ডিটোনেটর রাখা ছিল। খনিতে বিস্ফোরণ ঘটিয়ে কয়লা, পাথর কাটার জন্য বারুদ ও ডিটোনেটরের প্রয়োজন হয়। গুদামটির মালিক দুলাল কাজি বলেন, “গুদামঘর থেকে দু’শো মিটার দূরে আমি ধান জমিতে খেতমজুরদের ধান রোয়ার কাজের তদারকি করছিলাম। বিকেল সাড়ে ৩টে নাগাদ হঠাৎ পরপর কয়েক বার বজ্রপাত হয়। বিকট আওয়াজে গুদাম ঘরে বাজ পড়ে। গুদামে আগুন জ্বলতে শুরু করে।’’ তিনি জানান, নিমেষের মধ্যে ঘরটি ভেঙে পড়ে। গুদামে মজুত বিস্ফোরক ফাটতে শুরু করে। খবর পেয়ে পুলিশ পৌঁছয়। ঘণ্টাখানেকের মধ্যে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ঘটনার পরেই সেখানে দলে-দলে জড়ো হন রাখাকুড়া, চুরুলিয়া, মধুডাঙার বাসিন্দারা। তাঁরা জানান, ঘণ্টা দুয়েক লাগাতার বিস্ফোরণের শব্দে এলাকা কেঁপে ওঠে। বেশ কিছুক্ষণ ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ।। পুলিশ জানায়, বাজ পড়ার জেরেই এমন বিপত্তি বলেই প্রাথমিক তদন্তে অনুমান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement