—প্রতীকী ছবি
বন্ধ কারখানা ফের খুলেছে। কিন্তু দুর্গাপুরের লেনিন সরণির ওই বেসরকারি ইস্পাত কারখানায় পুরনো কর্মীদের কাজ দেওয়া হয়নি বলে অভিযোগ। বৃহস্পতিবার থেকে আইএনটিটিইউসি-র নেতৃত্বে পুরনো কর্মীরা কারখানার গেটে অবস্থান-বিক্ষোভ করেন। শনিবার আইএনটিটিইউসি হুঁশিয়ারি দিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পুরনো কর্মীদের কাজ ফিরিয়ে না নিলে, বৃহত্তর আন্দোলন হবে।
বৃহস্পতিবার থেকে আইএনটিটিইউসির নেতৃত্বে কারখানার গেটের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেন পুরনো কর্মীরা। শনিবার সকালে তৃণমূল ও আইএনটিটিইউসি লেনিন সরণিতে মিছিল করে। বহিরাগতদের বদলে স্থানীয়দের নিয়োগের দাবি জানানো হয় মিছিল থেকে। বিকেলে কারখানার সামনে কর্মসূচিতে যোগ দেন তৃণমূলের দুর্গাপুরের ৩ নম্বর ব্লক সভাপতি শিপুল সাহা। তিনি বলেন, ‘‘রাতের অন্ধকারে বাইরে থেকে লোক এনে কাজে নিয়োগ করা হচ্ছে। অথচ, স্থানীয়েরা কাজ পাচ্ছেন না। ৪৮ ঘণ্টার মধ্যে ফল না হলে, বৃহত্তর আন্দোলন হবে।’’
গোটা বিষয়টিতে প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হলেও কারখানা কর্তৃপক্ষ মন্তব্য করতে চাননি।