প্রতীকী ছবি।
সরকারি চাকরি করে দেওয়ার নামে প্রতারণার ঘটনায় মা ও ছেলেকে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ। ধৃতদের নাম সায়ন মণ্ডল ও দুর্গা মণ্ডল। হুগলির চুঁচুড়া থানার বিদ্যাভবন আনন্দমঠ এলাকায় তাঁদের বাড়ি। মঙ্গলবার রাতে বাড়ি থেকে তাঁদের গ্রেফতার করা হয়। বুধবার ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। আদালতে আত্মসমর্পণ করে সায়নের বাবা অরূপ মণ্ডলও।
আদালত সূত্রে জানা গিয়েছে, ভাতার থানার নাসিগ্রামের বাসিন্দা অনিল কুমার পাল ২০১৯ সালের ২৫ অক্টোবর বর্ধমান সিজেএম আদালতে প্রতারণার কথা জানিয়ে মামলা করেন। সিজেএম প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারায় মামলা রুজু করে তদন্তের জন্য ভাতার থানার ওসিকে নির্দেশ দেন। আদালতের নির্দেশে কেস রুজু করা হলেও অভিযুক্তেরা অধরাই ছিলেন। অভিযোগ, প্রভাবশালী যোগ থাকায় পুলিশ অভিযুক্তদের ধরেনি। অভিযুক্তদের পলাতক দেখিয়ে আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। গ্রেফতার এড়াতে অভিযুক্তেরা বর্ধমান জেলা ও দায়রা আদালতে আগাম জামিনের আবেদন করেন। সেই আবেদন খারিজ করে দেন জেলা জজ। অভিযুক্তেরা ধরা না পড়ায় তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সিজেএম আদালত। তার পরেও দীর্ঘ দিন কেটে গেলেও অভিযুক্তদের ধরা হয়নি। আদালত নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করলে তা কার্যকর করে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।