আসানসোল স্টেশনে ডিওয়াইএফআই-এর বিক্ষোভ। নিজস্ব চিত্র।
ট্রেন চালুর দাবিতে রবিবার আসানসোল স্টেশনে বিক্ষোভ দেখাল ডিওয়াইএফআই। অন্য দিকে, একই দাবিতে বার্নপুর স্টেশনে বিক্ষোভে দেখান তৃণমূলের কর্মী-সমর্থকরা। বিক্ষোভ শেষে দুই জায়গাতেই স্টেশন ম্যানেজারের হাতে স্মারকলিপি তুলে দেয় ডিওয়াইএফআই এবং তৃণমূল।
দুই রাজনৈতিক দলেরই দাবি, আসানসোল ও আদ্রা ডিভিশনের ট্রেন পরিষেবা যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক করতে হবে। তাদের অভিযোগ, এই শাখায় ট্রেন পরিষেবা স্বাভাবিক না হওয়ার কারণে বহু মানুষ সমস্যায় পড়ছেন। লকডাউনের সময় ট্রেন বন্ধ থাকায় বহু মানুষ কাজে যোগ দিতে পারেননি। ফলে তাঁরা আর্থিক সমস্যায় পড়েন। তা ছাড়া শিল্পাঞ্চলের বাসিন্দারা যেমন বর্ধমান এবং কলকাতা যেতে পারছেন না, ঠিক তেমনই বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের মানুষকেও সমস্যার মুখে পড়তে হচ্ছে।
তাদের দাবি, ট্রেন চালু করতে প্রস্তুত আসানসোল রেলওয়ে ডিভিশন। রাজ্য সরকার রেলকে সবুজ সঙ্কেত দিলেই এই শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে।