তৈরি হয়ে পড়ে রয়েছে প্লাস্টিকের রঙিন মালা, কালনায়। ছবি: জাভেদ আরফিন মণ্ডল
ইদ, বিশ্বকর্মা পুজো থেকে দুর্গাপুজোয় রঙিন প্লাস্টিকের মালার ভাল চাহিদা থাকে। মালা তৈরির সঙ্গে যুক্ত শিল্পীরা জানান, শোলা, আঠা, সুতোর মতো কাঁচামালের দর বেড়েছে অনেকটাই। অথচ, ইদ, বিশ্বকর্মা পুজোয় তেমন বিক্রি হয়নি। দুর্গাপুজোতেও বাজার ভাল হওয়ার আশা দেখছেন না তাঁরা। শিল্পী গোবিন্দ পাল, মঞ্জু পালদের কথায়, ‘‘নানা রকম মালা তৈরি করে রেখেছি। কিন্তু কেনার লোক নেই। করোনা একের পরে এক উৎসবকে ফিকে করে দিচ্ছে।’’