Kanksa

পদ্মে ‘টিএমসি’, নালিশ কাঁকসায়

বিজেপির দাবি, ওই গ্রামের বাসিন্দা রথুরানি ঘোষ সক্রিয় দলীয় কর্মী। তাঁর বাড়ির দেওয়াল নিয়েই বিতর্ক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০ ০২:১৭
Share:

অভিযোগ এখানেই। নিজস্ব চিত্র।

দলের প্রতীক আঁকা দেওয়াল দখল করেছে তৃণমূল, এমনই অভিযোগ করল বিজেপি। বৃহস্পতিবার সকালে কাঁকসার মলানদিঘি পঞ্চায়েতের বিষ্টুপুর এলাকার ঘটনা। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement

বিজেপির দাবি, ওই গ্রামের বাসিন্দা রথুরানি ঘোষ সক্রিয় দলীয় কর্মী। তাঁর বাড়ির দেওয়াল নিয়েই বিতর্ক। বিজেপি নেতা ভগীরথ ঘোষের অভিযোগ, ‘‘নির্দিষ্ট অনুমতি নিয়ে গত লোকসভা ভোটের সময় থেকেই ওই দেওয়াল আমরা ব্যবহার করি। কিন্তু সেই দেওয়ালে তৃণমূল পদ্মফুলের উপরেই ‘টিএমসি’ লিখেছে। বৃহস্পতিবার বিষয়টি জানতে পারি।’’

যদিও স্থানীয় তৃণমূল নেতা সূজয় পাতরের দাবি, ‘‘এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তৃণমূল এমন কাজ অনুমোদন করে না। নির্দিষ্ট অনুমতি নিয়েই কাজ করা হয়েছে।’’ তবে, ওই বাড়িটির তরফে রথুরানিদেবীর দাবি, ‘‘বিজেপি দেওয়াল লেখার জন্য অনুমতি নিয়েছিল। কিন্তু তৃণমূল তা নেয়নি।’’ গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement