পাথর খাদানে দেহ। নিজস্ব চিত্র।
নিখোঁজ দুই কিশোরীর মৃতদেহ উদ্ধার করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনকে। দেহ দুটি দেখতে পাওয়া গিয়েছে পরিত্যক্ত পাথর খাদানে। অত্যধিক গভীর এই পাথর খাদান থেকে দেহ উদ্ধার করার জন্য আসানসোল উত্তর থানার পুলিশ ইতিমধ্যেই দমকল বাহিনী ও সিভিল ডিফেন্সকে খবর দিয়েছে।
ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার অন্তর্গত উত্তর ধাদকায় রঙের কারখানার কাছে। মৃতদের মধ্যে একজনের নাম সিম্পি কুমারী যাদব ও অন্যজনের নাম নিশা কুমারী। সিম্পি যাদবের বাবা জনার্দন জানান নিশা ও তার মেয়ে বুধবার সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বার হয়। তারপর আর বাড়ি ফেরেনি।
বুধবার রাতেই আসানসোল উত্তর থানায় খবর দেয় সিম্পির বাবা। সকালে পুলিশ জানতে পারে, পাশেই পরিত্যক্ত পাথর খাদানে তাঁদের মৃত দেহ ভাসতে দেখা যাচ্ছে। দমকল বাহিনী এসেছে। তাঁরা দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসাপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।