coronavirus

কাটোয়ায় করোনা টিকা নিতে লাইন, শিকেয় কোভিড বিধি, বাধ্য হয়ে রাতে গেট বন্ধ রাখবে পুরসভা

কাটোয়া শহর এলাকার মোট তিনটি কেন্দ্রে চলছে কোভিড টিকাকরণ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ২৯ জুন ২০২১ ২২:০৯
Share:

নিজস্ব চিত্র

টিকা নেওয়ার ভিড়ের চাপে কোভিড বিধি শিকেয় পূর্ব বর্ধমানের কাটোয়ায়। প্রায় প্রতি দিনই কাটোয়া পুরসভা পরিচালিত দু’টি স্বাস্থ্যকেন্দ্রে রাত জেগে মানুষ লাইনে দাঁড়িয়ে থাকছেন কোভিড টিকার জন্য। মানা হচ্ছে না দূরত্ববিধি। মাঝেমধ্যেই চরম বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। শেষে বাধ্য হয়ে রাতের দিকে দু’টি স্বাস্থ্যকেন্দ্রেই গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মঙ্গলবার এ কথা জানিয়েছেন কাটোয়া পুর প্রশাসকমণ্ডলীর প্রধান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

Advertisement

কাটোয়া শহর এলাকার মোট তিনটি কেন্দ্রে চলছে কোভিড টিকাকরণ। কাটোয়া মহকুমা হাসপাতালের বহির্বিভাগ এবং কাটোয়া পুরসভা পরিচালিত দু’টি স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। পুরসভা পরিচালিত অজয় স্বাস্থ্যকেন্দ্র এবং ভাগীরথী স্বাস্থ্যকেন্দ্রে টিকা নিতে রোজই দীর্ঘ লাইন পড়ছে।

Advertisement

অনেকেরই অভিযোগ, টিকা নিতে এসে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে তাঁদের। পুরসভার বিরুদ্ধে অব্যবস্থা ও অনিয়মের অভিযোগ তুলেছেন অনেকেই। স্থানীয় বাসিন্দাদের একাংশের ক্ষোভ, পুর কর্তৃপক্ষ টিকা নিয়ে পক্ষপাতিত্ব করছে। পছন্দের মানুষদের টিকা নিতে সুযোগ করে দিচ্ছে। অনেকে লাইনে না দাঁড়িয়েও টিকা পেয়ে যাচ্ছেন।

যদিও রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন,‘‘আমরা কোনও পক্ষপাতিত্ব করিনি। সরকারি নিয়মে যাঁরা প্রথম সারির করোনা যোদ্ধা, তাঁদের টিকাকরনের সুযোগ আগে দেওয়া হচ্ছে। রোজ যে পরিমাণ টিকার জোগান রয়েছে, তার একটা অংশ সেই কাজে যাচ্ছে। যাঁরা রাতে এসে ভিড় করছেন তাঁরাই কোভিডবিধি ভঙ্গ করছেন। এ জন্য মঙ্গলবার থেকেই রাতে স্বাস্থ্যকেন্দ্রের গেট বন্ধ করে রাখা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement