সুরজ ঘোষ। নিজস্ব চিত্র
জমির দিকে যাওয়ার সময়ে রেললাইনে ফাটল চোখে পড়েছিল এক কলেজ ছাত্রের। মেমারির মামুদপুরের বাসিন্দা সুরজ ঘোষ তা জানান রেলের লাইনম্যানদের। হাওড়া-বর্ধমান কর্ড লাইন ধরে তখন হাওড়াগামী একটি লোকাল ট্রেন আসছিল। সবাই মিলে চিৎকার করে কিছুটা দূরে থাকা এক রেলকর্মীকে জানালে তিনি নিজের ‘অ্যাপ্রন’ খুলে ওড়াতে থাকেন। তা দেখে ফাটল থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে যায় ট্রেনটি। দুর্ঘটনা থেকে রক্ষা মেলে রবিবার সকালে মামুদপুরের কাছে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী জানান, স্থানীয় এক ছাত্র লাইনে ফাটল দেখে রেললাইনের কর্মীদের খবর দেন বলে জানা গিয়েছে। ট্রেনটি আটকে ফাটল মেরামত করা হয়। সকাল ৭টা ৫৬ মিনিট থেকে ৯টা ১৫ মিনিট পর্যন্ত ওই লাইনের ট্রেন চলাচল বন্ধ ছিল। বর্ধমান রাজ কলেজের ছাত্র সুরজ বলেন, ‘‘কলেজে এনএসএস করার সুবাদে রেলে ফাটল থাকলে কী বিপদ হতে পারে জেনেছিলাম। তাই রেলের লাইনম্যানদের খবর দিই।’’ দীর্ঘক্ষণ লাইনে ট্রেন দাঁড়িয়ে থাকায় যাত্রীদের অনেকে নেমে পড়েন। অনেকেই দেড় কিলোমিটার হেঁটে পাল্লা রোড স্টেশনে গিয়ে পরের ট্রেন ধরেন। সুরজের বাবা রামপ্রসাদবাবু বলেন, ‘‘ছেলের কাজে আমরা গর্বিত।’’