CPIM

CPIM: নতুন প্রজন্ম তুলে আনতেই বর্ধমানে জেলা সম্মেলন সিপিএমের

কোভিড পরিস্থিতি নজরে রেখে প্রকাশ্যে সমাবেশ না করার সিদ্ধান্ত নিয়েছে বাম নেতৃত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২১ ২২:৫৬
Share:

নিজস্ব চিত্র।

সদ্য শেষ হওয়া কলকাতা পুরভোটে ভোট শতাংশের বিচারে বিজেপি-কে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠৈছে বামেরা। আগামী বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে গোটা রাজ্য জুড়ে পুরভোট রয়েছে। তা নজরে রেখেই শনিবার থেকে বর্ধমানে শুরু হল সিপিএমের জেলা সম্মেলন। তিন দিনের পরিবর্তে দু’দিন ধরে চলবে সিপিএমের এই পঁচিশতম জেলা সম্মেলম। টাউন হলে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

কোভিড পরিস্থিতি নজরে রেখে প্রকাশ্যে সমাবেশ না করার সিদ্ধান্ত নিয়ে বাম নেতৃত্ব। সূত্রের খবর, জেলা থেকে দলের নতুন প্রজন্মকে তুলে আনাই এ বারের সম্মেলনের মূল উদ্দেশ্য। সূর্যকান্তের বক্তব্যেও তা প্রকাশ পেয়েছেন। তিনি বলেন, ‘‘কলকাতা পুরভোটে দলের কম বয়সি কর্মীদের প্রার্থী করা হয়েছে। সেখানে বিজেপি নয়, দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরাই। অধিকাংশ বরোতেও আমরা দ্বিতীয় স্থানে। বাকি পুরসভাগুলির নির্বাচনে স্থানীয় পরিস্থিতি বিবেচনা করেই রণকৌশল ঠিক করবে সংশ্লিষ্ট জেলাই।’’

Advertisement

বীরভূমের ডেউচা-পাঁচামির বর্তমান পরিস্থিতি নিয়েও সূর্যকান্ত বলেন, ‘‘কয়লা খনি প্রকল্প নিয়ে রাজ্য সরকার যা বলছে, তা স্পষ্ট নয়। এই নিয়ে স্থানীয় মানুষের আন্দোলনে পাশে থাকবে সিপিএম। রাজ্যের বাসিন্দাদেরই বহিরাগত বলা হচ্ছে। এটা আশ্চর্যের।’’

Advertisement

সিপিএমের জেলা সম্মেলন নিয়ে তৃণমূলের মুখপাত্র দেবু টুডু বলেন, ‘‘ওখানকার বাসিন্দারা চান, কয়লা উত্তোলন হোক। কারণ, রাজ্য সরকার তাঁদের পাশে আছে। কিন্তু কিছু মানুষ তা চাইছেন না। এ সব বাজে কথা বলে উত্তেজনা ছড়িয়ে কী হবে? মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement