প্রতীকী চিত্র
উত্তর ২৪ পরগনার নৈহাটির পরে, ফের এক ডাক্তারের মৃত্যু হল করোনায়। অনুপকুমার ঘোষ নামের ওই পঞ্চাশোর্ধ্ব চিকিৎসক পূর্ব বর্ধমানের জামালপুর ২ গ্রাম পঞ্চায়েতের মেডিক্যাল অফিসার ছিলেন। বৃহস্পতিবার দুপুরে গাংপুরের কোভিড হাসপাতালে তিনি মারা যান। জামালপুরের আঝাপুর পঞ্চায়েতের ভেড়িলি গ্রামে আদি বাড়ি হলেও, বর্ধমান শহরেই থাকতেন তিনি। স্ত্রী ও এক ছেলে রয়েছে তাঁর।
জামালপুরের ব্লক স্বাস্থ্য আধিকারিক আনন্দমোহন গড়াই এ দিন বলেন, ‘‘অনুপবাবু কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন। কিন্তু পরিবারের লোকজন বা পঞ্চায়েত কর্মী— কাউকেই কিছু জানাননি। বুধবার বর্ধমানের কোভিড পরীক্ষা কেন্দ্রে গিয়ে তিনি পরীক্ষা করান। তাতেই পজ়িটিভ রিপোর্ট আসে।’’ স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, করোনা অতিমারির মধ্যেও পঞ্চায়েত অফিসের চেম্বারে নিয়মিত বসতেন অনুপবাবু। গ্রামে-গ্রামে গিয়ে সাধারণ মানুষকে করোনা নিয়ে সতর্কও করতেন তিনি। মঙ্গলবার পর্যন্ত কাজ করেছিলেন ওই চিকিৎসক। তাঁর সংস্পর্শে কারা এসেছিলেন, তা খোঁজখবর নেওয়া হচ্ছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। জামালপুরের বিডিও শুভঙ্কর মজুমদার বলেন, ‘‘করোনা নিয়ে সাধারণ মানুষজনের মধ্যে সচেতনতা বাড়াতে অনুপবাবু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এমন করোনা-যোদ্ধার মৃত্যু আমাদের কাছে খুবই দুঃখের।’’