ছড়ানো হচ্ছে জীবাণুনাশক। দুর্গাপুরে ডিএসপি টাউনশিপের এ-জ়োনে। নিজস্ব চিত্র
শহরের দু’জন বৃদ্ধকে সরকারি ভাবে করোনা চিকিৎসার জন্য নির্দিষ্ট করা হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরে রবিবার ওই দু’জনের পাড়া জীবাণুমুক্ত করা হয় বলে জানিয়েছে দুর্গাপুর পুরসভা। একই কাজ করে দমকলও।
দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্তি বলেন, “প্রশাসন সূত্রে আমরা জানতে পারি, ডিএসপি টাউনশিপের এ ও বি-জ়োনের দু’জনকে করোনা-হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরে নিয়ম মেনে অত্যন্ত ভাল ভাবে দু’জনের পাড়া জীবাণুমুক্ত করা হয়। কেউ অযথা আতঙ্কিত হবেন না।” পাশাপাশি, তিনি জানান, পুরসভার ইঞ্জিনিয়ারিং ও স্বাস্থ্য বিভাগকে পুলিশ-প্রশাসনের সঙ্গে সংযোগ রেখে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এ দিন সকালে এ-জ়োনের এক বৃদ্ধের পাড়ায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কর্তারা গিয়েছিলেন। কমিশনারেটের এসিপি (পূর্ব) স্বপন দত্তের নেতৃত্বে পুলিশের ওই দলটি গিয়েছিল। তাঁরা পরিবারের সদস্যদের ঘরের বাইরে বেরোতে নিষেধ করেন। পুলিশ ‘পিকেট’ও বসানো হয়।
পুরসভার তরফে সংশ্লিষ্ট বাড়ি ও আশপাশের এলাকা জীবাণুমুক্ত করা হয়। এর পরে ফের এক দফা জীবাণুমুক্ত করার কাজ করেন দমকলকর্মীরা। পুলিশ এলাকাবাসীকে অযথা বাইরে না বেরোতে ও ভিড় না করার জন্য অনুরোধ করে। একই রকম কাজ করা হয় বি-জ়োনের অন্য এক বৃদ্ধের পাড়াতেও।
এ দিন সন্ধ্যায় কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্ত বলেন, ‘‘এলাকা দু’টি সিল করা হয়নি। তবে দু’টি এলাকাতেই পুলিশ পিকেট বসানো হয়েছে।’’