ভেদিয়ার স্কুলে কাজী নজরুলের পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করলেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার। নিজস্ব চিত্র।
নজরুল ইসলামের ২৬০০ গানের সংরক্ষণ করেছে বাংলাদেশ সরকার। আরও গান খুঁজে তা সংরক্ষণ করা গেলে দুই বাংলার সংস্কৃতি ও গবেষণার কাজে লাগবে বলে জানালেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার জকি আহাদ। মঙ্গলবার আউশগ্রামের ভেদিয়া হাইস্কুলে কাজী নজরুলের ৮ ফুট লম্বা একটি আবক্ষ মূর্তির উন্মোচন করেন তিনি।
তাঁর আশা, নজরুল অ্যাকাডেমি ও নজরুল বিশ্ববিদ্যালয় গড়ার ফলে পশ্চিমবঙ্গে আধুনিক প্রজন্মের কাছে কাজী নজরুল ইসলাম সম্পর্কে দিগন্ত উন্মোচিত হবে।
ভেদিয়ার ওই স্কুল সূত্রে জানা গিয়েছে, প্রায় এক লক্ষ টাকা ব্যায়ে আসানসোলের কোর্ট মোড় ও চুরুলিয়ার কাজী নজরুলের মূর্তির আদলে ওই মূর্তিটি গড়া হয়েছে।