নথিতে গলদ, কালনার ৩ নার্সিংহোম বন্ধের নির্দেশ

আচমকা পরিদর্শনে বেরিয়ে শহরের তিন নার্সিংহোমে অজস্র গলদ খুঁজে পেলেন মহকুমা প্রশাসনের কর্তারা। প্রশাসনের দাবি, তিনটি নার্সিংহোমই সিল করে দেওয়া হবে। এ ছাড়াও বেআইনি ভাবে নার্সিংহোম চালানোর অভিযোগে এক যুবককে গ্রেফতারও করেছে কালনা থানার পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কালনা শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৬ ০১:০৭
Share:

আচমকা পরিদর্শনে বেরিয়ে শহরের তিন নার্সিংহোমে অজস্র গলদ খুঁজে পেলেন মহকুমা প্রশাসনের কর্তারা। প্রশাসনের দাবি, তিনটি নার্সিংহোমই সিল করে দেওয়া হবে। এ ছাড়াও বেআইনি ভাবে নার্সিংহোম চালানোর অভিযোগে এক যুবককে গ্রেফতারও করেছে কালনা থানার পুলিশ।

Advertisement

মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল নাগাদ শহরের নার্সিংহোমগুলি কেমন চলছে তা জানার জন্য কালনার এসিএমওএইচকে সঙ্গে নিয়ে অভিযানে বেরোন মহকুমাশাক নিতীন সিংহানিয়া। বৈদ্যপুর এলাকার তিনটি নার্সিংহোমে পৌঁছে একে একে নথিপত্র দেখতে চান। একটি নার্সিংহোমের এক কর্মী নথিপত্র না দেখিয়ে পাল্টা নিজেদের পক্ষে তর্ক জুড়ে দেয়। পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযান শেষে মহকুমাশাসক জানান, তিনটি নার্সিংহোমে অজস্র গলদ খুঁজে পাওয়া গিয়েছে। তাদের না রয়েছে লাইসেন্স, না অগ্নিনির্বাপক ব্যবস্থা না নিয়ম মেনে নার্সিংহোম কর্তৃপক্ষ রেখেছেন চিকিৎসক। তিনটি নার্সিংহোমকেই সিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘‘মঙ্গলবার রোগী থাকায় নার্সিংহোমগুলি সিল করা সম্ভব হয়নি। রোগীরা চলে গেলেই নার্সিংহোমগুলি সিল করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement