রক্ষীদের পাশে বাম

নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত সংস্থা পাল্টেছে। তার জেরে ১ মে থেকে দুর্গাপুরের বেসরকারি ইলেকট্রোড উৎপাদক কারখানায় রক্ষীর কাজ হারিয়েছেন প্রায় ৪০ জন। প্রতিবাদে কারখানার গেটে সপরিবারে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। রবিবার কারখানার গেটে হাজির হয়ে তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন সিপিএম এবং সিটু নেতারা।

Advertisement
দুর্গাপুর শেষ আপডেট: ০৯ মে ২০১৬ ০১:০৩
Share:

নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত সংস্থা পাল্টেছে। তার জেরে ১ মে থেকে দুর্গাপুরের বেসরকারি ইলেকট্রোড উৎপাদক কারখানায় রক্ষীর কাজ হারিয়েছেন প্রায় ৪০ জন। প্রতিবাদে কারখানার গেটে সপরিবারে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। রবিবার কারখানার গেটে হাজির হয়ে তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন সিপিএম এবং সিটু নেতারা।

Advertisement

একটি নিরাপত্তা সংস্থার অধীনে ২০১২ থেকে কাজ করছিলেন ওই কর্মীরা। সম্প্রতি ওই কারখানায় অন্য একটি সংস্থা সেই দায়িত্বে এসেছে। তারা নতুন কর্মী নিয়োগ করেছে। বাদ পড়েছেন পুরনো ৪৩ জন কর্মী। তার পর থেকে কারখানার গেটে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। রবিবার বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর কথা জানান সিপিএম এবং সিটু নেতারা। বিক্ষোভকারীদের হাতে লাল গোলাপ দিয়ে সব রকম সহযোগিতার আশ্বাস দেন তাঁরা। সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, ‘‘কাজ হারানো মানুষেরা কেউ সিটুর সমর্থক ছিলেন না। কিন্তু তাঁদের ন্যায্য দাবির সঙ্গে সহমত আমরা। তাই তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছি।’’ সিটুর জেলা সভাপতি বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী বলেন, ‘‘নিরাপত্তা সংস্থা পাল্টালেও পুরনোরাই কাজে বহাল থাকেন, এই রেওয়াজ দুর্গাপুরে বছরের পর বছর ধরে চলে আসছে। এই কারখানায় তা মানা হয়নি। আমরা পাশে আছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement