এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে স্থায়ী আমানত প্রকল্পে জমা রাখা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ১ কোটি ৯৩ লক্ষাধিক টাকা মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই তা ভাঙিয়ে অন্য অ্যাকাউন্টে জমা পড়ার ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করল সিআইডি। ধৃতদের নাম প্রণবকুমার ঘোষ ও মনোজিৎ সেন। খণ্ডঘোষ থানার নওপাড়ায় প্রথম জনের বাড়ি। অপর জনের বাড়ি বর্ধমান শহরের শ্যামবাজার এলাকার ডিজে নন্দে রোডে।
শনিবার জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে ডেকে পাঠিয়েছিল সিআইডি। সেখানে বেশ কিছু ক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করা হয়। সিআইডির দাবি, ঘটনায় দু’জনের জড়িত থাকার বিষয়ে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে। জিজ্ঞাসাবাদের সময় তাঁদের বয়ানে বেশ কিছু অসঙ্গতি মিলেছে। তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি। রবিবার ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতদের ১৪ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় সিআইডি। ধৃতদের তিন দিনের সিআইডি হেফাজত মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।
সিআইডি ইতিমধ্যেই কয়েক জনকে গ্রেফতার করে। ব্যাঙ্কের তৎকালীন ম্যানেজারও হন। ব্যাঙ্ক থেকে কম্পিউটার ও অন্যান্য নথিপত্র বাজেয়াপ্তও করেন সিআইডির গোয়েন্দারা। সিআইডি জেনেছে, হাতিয়ে নেওয়া টাকার একটা অংশ প্রণব এবং মনোজিতের অ্যাকাউন্টে জমা পড়েছিল। প্রণবের অ্যাকাউন্টে ছ’লক্ষ টাকা জমা পড়েছিল ১৭ অগস্ট। পরে সেটি তুলে নেওয়া হয়। মনোজিতের অ্যাকাউন্টে ২৯ অগস্ট ৯ লক্ষ ৫০ হাজার টাকা জমা পড়ে। তার মধ্যে ৯ লক্ষ ২০ হাজার টাকা তুলে নেন তিনি।