Ayodhya Rammandir Inauguration

রামমন্দির নির্মাণে ২০ কেজি বিস্কুট

এমন অন্য রকম ভাবনা ছোটন আগে ব্যাটারিচালিত দশ আসনের বাইক, চন্দ্রযান-৩, প্রজ্ঞান, সৌরযান প্রভৃতির প্রতিরূপ গড়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৪ ০৯:৫৮
Share:

ছোটন ঘোষ। নিজস্ব চিত্র

অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হবে আগামী ২২ জানুয়ারি। তা উপলক্ষে দুর্গাপুরের দুবচুড়িয়া গ্রামের যুবক ছোটন ঘোষ বিস্কুট দিয়ে প্রায় চার ফুট উচ্চতার রামমন্দির তৈরি করেছেন। সেটির আদল অযোধ্যার রামমন্দিরের মতোই।

Advertisement

ছোটন জানান, সাত দিন ধরে প্রায় ২০ কেজি বিস্কুট দিয়ে এটি তৈরি করেছেন। বিস্কুট ছাড়াও ব্যবহার করেছেন প্লাইউড, থার্মোকল। তিনি বলেন, “অত্যন্ত ধৈর্য নিয়ে কাজটা করতে হয়েছে। কারণ, বিস্কুট অত্যন্ত ঠুনকো। পিঁপড়ে, পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে আশপাশে কীটনাশক দিয়েছি।” কেন এমন পরিকল্পনা? ছোটন বলেন, “রামমন্দিরের উদ্বোধনের আগে মৌলিক কিছু একটা করার ভাবনা থেকেই এটা করেছি।” তবে, এমন অন্য রকম ভাবনা ছোটন আগে ব্যাটারিচালিত দশ আসনের বাইক, চন্দ্রযান-৩, প্রজ্ঞান, সৌরযান প্রভৃতির প্রতিরূপ গড়েছেন। ফুল ব্যবসায়ী ছোটন জানান, ফুল বিক্রি করে এবং অনুষ্ঠানবাড়ি ফুল দিয়ে সাজিয়ে যা রোজগার, তা দিয়েই সংসার চলে। সে সবের থেকেই কিছু বাঁচানো থাকে এই সব শিল্পকর্মের জন্য। ছোটনের বাড়িতে রয়েছেন বাবা, মা, দাদা। বাবা ধ্রুবময় জানান, ছোট থেকেই ছোটন উদ্ভাবনী মানসিকতার। ঝুলনের সময় মন্দির বানাতেন। মা সরমা জানান, ছেলের তৈরি চন্দ্রযানের প্রতিরূপ উৎক্ষেপণ দেখতেও ভিড় করেছিলেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement