—ফাইল চিত্র।
চার্জশিট জমা দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু চার্জশিটে নাম থাকা সকলকে আদালতে হাজির করাতে পারেনি সিবিআই। তাই বুধবার চার্জগঠন হল না কয়লা মামলার। আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালত জানাল আগামী ৯ অগস্টের মধ্যে চার্জশিটে নাম থাকা ৪৮ জনকে হাজির করাতে হবে।
বুধবার কয়লাকাণ্ডে চার্জগঠনের কথা ছিল বিশেষ আদালতে। সেই অনুযায়ী শুনানি শুরু হয়। কিন্তু চার্জশিটে নাম রয়েছে এমন ৫০ জনের মধ্যে দুই অভিযুক্ত বুধবার আদালতে হাজির ছিলেন না। চার্জগঠনের নিয়ম হল চার্জশিটে যাঁদের নাম থাকবে, তাঁদের সকলকেই চার্জগঠনের দিন হাজির থাকতে হবে আদালতে। কিন্তু কয়লা মামলায় অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র এখনও পর্যন্ত সিবিআইয়ের ধরাছোঁয়ার বাইরে। তাঁর নামে আগে থেকেই লুকআউট নোটিস জারি রয়েছে। গুরুপদ মাজি নামে এক অভিযুক্ত এখন ইডির দায়ের করা মামলায় তিহাড় জেলে রয়েছেন। ওই দু’জনকে বাদ দিলে বাকি ৪৮ জনকে চার্জগঠনের দিন, আগামী ৯ অগস্ট আদালতে হাজির করাতে হবে বলে নির্দেশ দিলেন বিচারক।
অন্য দিকে, চার্জশিটে নাম থাকা সত্ত্বেও তারকেশ্বর রায় এবং মহম্মদ শাকিলের নামে এখনও গ্রেফতারি পরোয়ানা জারি হয়নি। সিবিআই তাঁদের গ্রেফতার করারও চেষ্টা করেনি। কেবলমাত্র হাজিরা দেওয়ার নোটিস দেওয়া হয়েছিল। এই সব কারণে চার্জগঠন আটকে গেল। সিবিআইয়ের বিশেষ আদালত নির্দেশ দিয়েছে ওই দু’জনকে আগামী ১৭ জুলাই হাজির করাতে হবে আদালতে।
চার্জগঠন না হওয়ার দ্বিতীয় কারণ হল, মঙ্গলবার নতুন যে পাঁচ অভিযুক্তকে সিবিআই গ্রেফতার করেছিল, তাঁদের সঙ্গে আরও দু’জনের নাম যুক্ত করে চার্জশিট জমা দেওয়া হয়েছিল। ওই চার্জশিটের কপি আইনজীবীরা হাতে পাননি।