রণমূর্তিতে চৈতালি তিওয়ারি। নিজস্ব চিত্র।
পানীয় জলের দাবিতে স্মারকলিপি জমা দিতে গিয়ে ইঞ্জিনিয়ারকে ‘চেয়ার থেকে সরিয়ে’ দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতা জিতেন তিওয়ারির স্ত্রী তথা আসানসোলের দলীয় কাউন্সিলর চৈতালি তিওয়ারির বিরুদ্ধে। চৈতালির এই রণং দেহি মেজাজের কড়া সমালোচনা করেছে তৃণমূল।
শনিবার কুলটির বরো দফতরে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি ছিল বিজেপির। সেখানে জল দফতরের স্মারকলিপি নেন জল দফতরের এগ্জিকিউটিভ ইঞ্জিনিয়ার অভিজিৎ অধিকারী। দু’পক্ষের আলাপ আলোচনা চলাকালীন উত্তেজিত হয়ে ওঠেন চৈতালি। অভিজিতের উদ্দেশে তিনি বলেন, ‘‘মেয়রের চামচাবাজি করতে গেলে ১৫ দিনের মধ্যে চেয়ার থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখি।’’
পরে চৈতালি সাফাই দেন, ‘‘সাধারণ মানুষ রোদে দাঁড়িয়ে জলের দাবিতে বিক্ষোভ জানাচ্ছেন। আর ওই আধিকারিক কথা ঘুরিয়ে বার বার বলছেন এটা আগের বোর্ডের কথা। আগের বোর্ডের দায়িত্বে ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তাই কি এই রাগ?’
অভিজিৎ বলছেন, ‘‘স্মারকলিপি জমা দিতে এসে প্রতিটি রাজনৈতিক দলই কী উদ্দেশ্য নিয়ে এসেছে, তা ভুলে যায়। চিৎকার চেঁচামেচি করে হাওয়া গরম করে। কোনও দিন আমি স্মারকলিপি জমা নিইনি। তবে অনেক জায়গাতেই আমাকে নিগ্রহ করা হয়েছে। এটা নতুন কিছু নয়।’’
বিজেপির এই কর্মসূচিকে কটাক্ষ করেছে তৃণমূল। আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘‘বিজেপি যদি পুরকর্মীদের এ ভাবে বিব্রত করে, তা হলে পুরসভার কাজ করতে সমস্যা হবে।’’