ধৃতদের তোলা হচ্ছে আদালতে। —ফাইল চিত্র।
কয়লা-কাণ্ডে ধৃত চার জনকে জামিন দিল আদালত। মঙ্গলবার আসানসোলের সিবিআই আদালত ওই কাণ্ডে ধৃতদের জামিনের নির্দেশ দিয়েছেন বিচারক। তবে এ ক্ষেত্রে কিছু শর্তও মানতে হবে অভিযুক্তদের। সে কথাও শুনিয়েছেন বিচারক।
মঙ্গলবার চার অভিযুক্ত জয়দেব মণ্ডল, নারায়ণ নন্দা, গুরুপদ মাজি এবং নীরদ মণ্ডলকে আদালতে হাজির করানো হয়। তাই ৫৬ দিন পর আসানসোলের সিবিআই আদালত জামিন দেয় লালা ঘনিষ্ঠ ওই চার অভিযুক্তকে। তবে তাঁদের কিছু শর্ত মানতে হবে। যেমন, তাঁরা বিদেশে যেতে পারবেন না। অভিযুক্তদের কেউই পশ্চিম বর্ধমান জেলায় প্রবেশ করতে পারবেন না বলেও নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি অভিযুক্তদের সিবিআই তদন্তে সহযোগিতা করতে হবে বলেও শর্ত দিয়েছে আদালত।
কয়লাপাচার-কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার সহযোগী হিসাবেই ওই চার জনকে গ্রেফতার করেছিল সিবিআই। যদিও মঙ্গলবার তাঁদের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।