ব্যবসার কাজে দুর্গাপুরে এসে নিখোঁজ হয়ে গিয়েছেন হাওড়ার লিলুয়ার এক বাসিন্দা। দু’দিন পেরিয়ে গেলেও তাঁর কোনও হদিস মেলেনি। পরিবারের তরফে দুর্গাপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পুলিশ জানায়, মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখে তদন্ত চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, লিলুয়ার অভয় গুহ রোডের বাসিন্দা রমেশ ঝুনঝুনওয়ালা ছাঁট লোহার ব্যবসা করেন। সেই কাজে মাঝে-মাঝেই দুর্গাপুরে আসেন। বরাবর ভিড়িঙ্গি মোড়ের একটি হোটেলে ওঠেন। ওই হোটেল সূত্রে জানা গিয়েছে, মাঝে কিছু দিন বন্ধ যাতায়াত বন্ধ থাকলেও ২ জানুয়ারি এসেছিলেন রমেশবাবু। পর দিন চলে যান। তার পরে ফের আসেন ২৭ জানুয়ারি। উঠেছিলেন একতলার একটি ঘরে। ২৮ জানুয়ারি দুপুরে হোটেলের খাতায় সইসাবুদ করে বেরিয়ে যান। হোটেলের এক কর্মী জানান, রবিবার প্রথমে রমেশবাবুর পরিবারের তরফে ফোন করে জানতে চাওয়া হয়, তিনি সেখানে রয়েছেন কি না। তার পরেই দুর্গাপুর থানা থেকে রমেশবাবুর বিষয়ে খোঁজ নেওয়া হয়।
পুলিশ জানায়, পরিবারের তরফে রমেশবাবুর দু’টি মোবাইল নম্বর দেওয়া হয়েছিল। হোটেলের খাতায় অবশ্য একটি নম্বরই দেওয়া হয়। ফোনের টাওয়ারের অবস্থান অনুযায়ী, নিখোঁজ হওয়ার দিন রমেশবাবু দুর্গাপুর থেকে বেরিয়ে পাণ্ডবেশ্বর, ফরিদপুর ঘুরে বর্ধমানের কালনা গেটের কাছে পৌঁছন। তার পর থেকে দু’টি নম্বরই বন্ধ। রবিবার তাঁর এটিএম কার্ড ব্যবহার করে দিল্লিতে টাকা তোলা হয়েছে। দিল্লি পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। বিশেষ দল গড়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে দুর্গাপুর থানা।