গাড়ি ও বাসের সংঘর্ষ, মৃত তিন

ফের দুর্ঘটনা। এ বার বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কে। শনিবার সকাল ১১টা নাগাদ মঙ্গলকোটের সাঁওতা বাসস্টপেজের কাছে বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তিন জনের। জখম হয়েছেন, আরও চার জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ০১:১১
Share:

• ধাক্কা: দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। মঙ্গলকোটে। নিজস্ব চিত্র

ফের দুর্ঘটনা। এ বার বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কে। শনিবার সকাল ১১টা নাগাদ মঙ্গলকোটের সাঁওতা বাসস্টপেজের কাছে বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তিন জনের। জখম হয়েছেন, আরও চার জন।

Advertisement

পুলিশ জানায়, এ দিন আসানসোলের এসবি গড়াই রোডের বাসিন্দা দিলীপ সিংহ (৬৪), তাঁর স্ত্রী গার্গী সিংহ (৫৫) ও ওই গাড়ির চালক, আসানসোলের ডিপো পাড়ার বাসিন্দা স্বপনকুমার সমাদ্দার (৬৪)-সহ চার জন আসানসোল থেকে কাটোয়ায় আসছিলেন একটি আশ্রমের অনুষ্ঠানে যোগ দিতে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা বর্ধমানমুখী একটি বাসে ধাক্কা মারে। তার পরে ফের উল্টো দিকের একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে গাড়িটি। বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। এর ফলে বাসের সামনে ডান দিকের একটি চাকাও খুলে গিয়েছে।

পুলিশ জানায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় দিলীপবাবু ও স্বপনবাবুর। পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান গার্গীদেবীও। দুর্ঘটনায় জখম হন গাড়ির যাত্রী শিবাণী দাস ও বাসের তিন জন যাত্রী। মঙ্গলকোট থানা সূত্রে জানা গিয়েছে, মৃত সিংহ দম্পতি আসানসোলের হিলভিউ নার্সিংহোমের কর্ণধার। শিবাণীদেবী বলেন, ‘‘কাটোয়ার কাছে দিলীপবাবুর একটি আশ্রম রয়েছে। সেখানেই যাচ্ছিলাম। কী যে
হয়ে গেল।’’

Advertisement

এ দিনের দুর্ঘটনার পরেও পুলিশকর্মীদের একাংশের দাবি, রাজ্য বা জাতীয় সড়কে গাড়িগুলির বেপরোয়া গতির কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে। মঙ্গলকোট থানার পুলিশের দাবি, এ দিনও দিলীপবাবুদের গাড়িটি একটি গাড়িকে পাস কাটাতে গিয়ে বাসের সামনে চলে আসে। সম্প্রতি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে একটি দুর্ঘটনায় গাড়ির উপরে ট্যাঙ্কার উল্টে সাত জন মারা যান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ওই একই রাস্তায় গাড়ি উল্টে মৃত্যু হয় এক আরোহীর। শুক্রবার রাতেই মেমারির রসুলপুর নিমো বটতলায় দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক ট্রাক খালাসির। মৃতের নাম প্রসেনজিৎ হালদার (২২)। বাড়ি উত্তর ২৪ পরগনার হরিণঘাটায়। ট্রাক দু’টি আটক করেছে পুলিশ।

বেপরোয়া গতিতে লাগাম পরাতে এ বার পরিবহণ দফতর ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে যৌথ ভাবে চালকদের নিয়ে বিশেষ শিবির আয়োজন করা হবে বলে জানান জেলার পুলিশ কর্তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement