বিজেপি কর্মীর বাড়িতে বোমা

এলাকাবাসীর একাংশের দাবি, ওই বিজেপি কর্মী মহানন্দ সরকার সম্প্রতি বেশ কিছু বিষয় নিয়ে প্রতিবাদ করেন। তাঁকে ফাঁসানোর জন্যই চক্রান্ত করা হয়েছে, দাবি তাঁদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ভাতার শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৯ ০১:০২
Share:

উদ্ধার হওয়া বোমা। নিজস্ব চিত্র

এক বিজেপি কর্মীর বাড়ির পিছনে মাটির হাঁড়ির মধ্যে বোমা উদ্ধার হয়েছে ভাতারের ওড়গ্রাম ২ নম্বর কলোনির আমডাঙায়। বৃহস্পতিবার খবর পেয়ে পুলিশ গিয়ে জায়গাটি ঘিরে রাখে। পরে দুর্গাপুর থেকে বম্ব স্কোয়াডের সদস্যরা এসে সেগুলি নিষ্ক্রীয় করে। পুলিশের দাবি, ওই হাঁড়িতে ধানের তুষের মধ্যে ৮টি বোমা রাখা ছিল। তবে কে বা কারা, কি উদ্দেশ্যে সেগুলি রেখেছিল তা জানা যায়নি।

Advertisement

এলাকাবাসীর একাংশের দাবি, ওই বিজেপি কর্মী মহানন্দ সরকার সম্প্রতি বেশ কিছু বিষয় নিয়ে প্রতিবাদ করেন। তাঁকে ফাঁসানোর জন্যই চক্রান্ত করা হয়েছে, দাবি তাঁদের। মহানন্দবাবুর স্ত্রী অসীমা সরকার বলেন, “পুলিশ এসে সোজা ঘরের পিছনে চলে যায়। এ ব্যাপারে আমাদের কিছু জিজ্ঞাসা করা হয়নি।’’ কী ভাবে সেখানে বোমা এল জানা নেই, দাবি তাঁর। বিজেপির যুব মোর্চার সভাপতি গোবিন্দ গোলদারের অভিযোগ, তৃণমূল চক্রান্ত করে তাঁদের এক কর্মীকে ফাঁসানোর চেষ্টা করছে। যদিও তৃণমূলের ভাতার ব্লকের নেতা নিখিলেশ্বর মাজির দাবি, “এর সঙ্গে তৃণমূল যুক্ত নয়। ওই এলাকায় বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে দেখে উৎসবের মরসুমে এলাকা অশান্ত করতে বোমা বারুদের আমদানি করা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement