TMC

ফের সংঘর্ষ বিজেপি-তৃণমূলের

রবিবার দুপুরে পারাজ গ্রামে বিজেপির ‘গৃহসম্পর্ক’ অভিযানে হামলা চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গলসি শেষ আপডেট: ২৩ জুন ২০২০ ০৪:১৬
Share:

আহত এক জন। নিজস্ব চিত্র

ফের রাজনৈতিক সংঘর্ষে তেতে উঠল গলসির পারাজ এলাকা। রবিবারের পরে ফের সোমবার এলাকায় তৃণমূল-বিজেপির কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে বলে অভিযোগ। আহত হন দু’পক্ষের ১০ জন। তিন জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

রবিবার দুপুরে পারাজ গ্রামে বিজেপির ‘গৃহসম্পর্ক’ অভিযানে হামলা চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। সে দিন বিজেপি কর্মী বুবাই কেশের দোকান ভাঙচুর করার অভিযোগ ওঠে। বিজেপির দাবি, সোমবার সকালে পারাজ মোড়ে দলের জেলা সম্পাদক রমেন শর্মার নির্দেশে সে দোকান মেরামতির কাজ চলছিল। দশ-বারো জন কর্মী সেখানে হাজির ছিলেন। তখনই ফের তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। আহত বিজেপি কর্মী সমর নায়েক, দীপক বাগদি, সন্তোষ বাগদিদের অভিযোগ, ‘‘আচমকা তৃণমূলের কর্মীরা লাঠি, বাঁশ, রড ও শাবল দিয়ে আমাদের মারতে থাকে।’’ তৃণমুলের পারাজ অঞ্চল সভাপতি শেখ বাপির নেতৃত্বে হামলা হয়েছে বলে অভিযোগ বিজেপির।

বাপি অবশ্য তা অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন, ‘‘পানাগড় থেকে বিজেপি নেতা রমেনবাবু এসে পারাজের কয়েকজনকে গোলমাল পাকানোর প্ররোচনা দিচ্ছেন। তাঁর প্ররোচনাতেই এ দিন বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা আমাদের কর্মীদের গালিগালাজ করছিল। প্রতিবাদ করতে গেলে সংঘর্ষ বেধে যায়। আমাদের দু’জন কর্মী আহত হয়েছেন।’’

Advertisement

গত লোকসভা ভোটের ফলাফলে ওই অঞ্চলে তৃণমূলের চেয়ে ৪৩৪ ভোটে পিছিয়ে ছিল বিজেপি। ব্যবধান কমে আসাই তৃণমূলের আক্রোশের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে দাবি রমেনবাবুর। প্ররোচনা দেওয়ার অভিযোগ উড়িয়ে তিনি দাবি করে, ‘‘লোকসভা ভোটের আগে থেকে ওই এলাকায় আমাদের দলের প্রভাব বেড়েছে। এটাই তৃণমূলের রাগের কারণ। আমাদের কর্মীদের নানা ভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে।’’

তৃণমূলের ব্লক সভাপতি জাকির হোসেন যদিও এলাকায় বিজেপির বাড়বাড়ন্তের কথা মানতে চাননি। তাঁর কথায়, ‘‘আমার ব্লকে বহু পঞ্চায়েতে এলাকায় বিজেপিতে ভাঙন ধরেছে। অস্তিত্ব বজায় রাখতে এলাকায় অশান্তি পাকাতে চাইছে ওরা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement