Asansol

আসানসোলের বারাবনিতে ফের মিছিল বিজেপি-র

বারাবনির জামগ্রাম থেকে কাপিস্টা পর্যন্ত হয় এই মিছিল। মিছিল শেষে একটি সভাও হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ২০:১৫
Share:

বারাবনির জামগ্রাম থেকে কাপিস্টা পর্যন্ত হয় এই মিছিল। মিছিল শেষে একটি সভাও হয়।

বোমাবাজির জন্য বন্ধ হয়ে গিয়েছিল বিজেপি-র‘আর নয় অন্যায়’ মিছিল। ঠিক সেই জায়গায় বৃহস্পতিবার ফের মিছিল করল বিজেপি-র পশ্চিম বর্ধমান জেলা যুব মোর্চার কর্মী ও সমর্থকরা। নেতৃত্বে ছিলেন রাজ্য বিজেপি-র সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়, সৌরভ শিকদার, আসানসোল জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই, অরিজিৎ রায়-সহ অন্যেরা।

Advertisement

বারাবনির জামগ্রাম থেকে কাপিস্টা পর্যন্ত হয় এই মিছিল। মিছিল শেষে একটি সভাও হয়। সভায় কার্যত হুঁশিয়ারি দিয়ে রাজু বন্দ্যোপাধ্যায় বলেন,‘‘২০২১ সালে এই জেলায় যারা গু‌ন্ডামি করছে তাদের ছেড়ে কেউ কথা বলবে না।যদি না তারা সাবধান হয়।’’স্থানীয় রাজনৈতিক নেতাদের একাংশের মতে, আসলে নাম করে তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি ও বারাবানি ব্লক সভাপতি অসিত সিংহকে হুঁশিয়ারি দিয়েছেন রাজু। তাঁদেরকে গুন্ডা মাফিয়া বলেও কটাক্ষ করেন তিনি।

বারাবনির ব্লক সভাপতি অসিত সিংহ এ প্রসঙ্গে বলেন,‘‘বিজেপি সব জায়গায় এই ধরনের কথা বলে।ওদের কথাকে তৃণমূল কোনও গুরুত্ব দেয় না। তৃণমূল মনে করলে মিছিল করতে পারত। ওই মিছিলে যাঁরা ছিলেন তাঁরা কেউই বারাবনির নয়। বাইরে থেকে লোক নিয়ে এসে মিছিল করেছে বিজেপি।’’

Advertisement

আরও পড়ুন: ‘গুন্ডারাজ’ চলছে, মমতাকে ছুটি দিন, তোপ নড্ডার, পাল্টা তোপ তৃণমূলেরও

আরও পড়ুন: আইন প্রত্যাহার না করলে সারা দেশ জুড়ে রেল অবরোধ, হুঁশিয়ারি কৃষকদের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement