ফাইল চিত্র।
এ বার গরু পাচার মামলায় বিকাশ মিশ্রকে গ্রেফতার করল সিবিআই। আসানসোলের সিবিআই আদালতে হাজিরা দেওয়ার সময় কয়লা পাচার-কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশকে গ্রেফতার করা হয়। আদালতে তোলা হলে তাঁকে ১৮ এপ্রিল পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
কয়লা পাচার মামলায় শুক্রবার আদালতে হাজিরা দিতে এসেছিলেন বিকাশ। সেখান থেকে গরু পাচার-কাণ্ডের তদন্তকারী আধিকারিকেরা তাঁকে গ্রেফতার করেন। এর পর শুনানিতে বিকাশের আইনজীবী শেখর কুণ্ডু এবং সোমনাথ চট্টরাজ মক্কেলের জামিনের আবেদন করেন। বিচারক তা খারিজ করে বিকাশকে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন।
সিবিআই সূত্রে খবর, গরু পাচারের তদন্তে একাধিক বার বিনয়, বিকাশ ও অশোক মিশ্রের নাম উঠে এসেছে। বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই বিকাশকে গ্রেফতার করা হয়েছে। জেরার সময় তাঁর বয়ানও রেকর্ড করা হতে পারে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।