৮ জুন কারখানা খোলার নোটিশ। নিজস্ব চিত্র
খুলে গেল পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জের বেঙ্গল পেপার মিল। সোমবার কারখানা খোলার নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনায় শ্রমিকদের মধ্যে খুশির হাওয়া।
গত ২০ মে আচমকা বন্ধ হয়ে গিয়েছিল বেঙ্গল পেপার মিল। তার সপ্তাহ দু’য়েকের মাথায় ফের কারখানা খুলতে চলেছে কর্তৃপক্ষ। সোমবার বিকালে এই সংক্রান্ত নোটিশ দেওয়া হয় কারখানার গেটে। লকডাউনের মধ্যে কারখানা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছিলেন শ্রমিকরা। তবে এ বার পরিস্থিতি বদলে গেল।
কারখানা খোলাকে নিজেদের আন্দোলনের সাফল্য হিসাবে দাবি করছে সিটু। সংগঠনের নেতা তথা ওই কারখানার কর্মী হেমন্ত প্রভাকর বলেন, ‘‘বেঙ্গল পেপার মিলের মজদুর ইউনিয়নের নেতৃত্বে শ্রমিকদের জোরদার আন্দোলন হয়। তার ফলে কারখানা খোলার নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। ৮ জুন থেকে পর্যায়ক্রমে উৎপাদন প্রক্রিয়া শুরু হবে। শ্রমিকরা কারখানা বাঁচাতে সবরকম লড়াই করবেন।’’ প্রসঙ্গত, কারখানাটিতে প্রায় ৪৫০ শ্রমিক রয়েছেন।