নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সংগ্রহের সময় সিপিএম কর্মীদের উপরে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সকালে দুর্গাপুরে ইস্পাতনগরীর বি-জোনে বঙ্কিমচন্দ্র অ্যাভিনিউয়ে এই হামলার তাদের দুই কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ সিপিএমের। তাঁদের ডিএসপি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যদিও তৃণমূল হামলার অভিযোগ মানতে চায়নি।
সিপিএম নেতৃত্ব জানান, এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ তাঁদের কিছু কর্মী বঙ্কিমচন্দ্র অ্যাভিনিউয়ে ত্রাণ তহবিল সংগ্রহ করছিলেন। অভিযোগ, তখন তৃণমূলের কয়েক জন তাঁদের বাধা দেন। এ নিয়ে দু’পক্ষের বচসা বাধলে জনা চল্লিশ তৃণমূল কর্মী-সমর্থক সিপিএম কর্মীদের উপরে চড়াও হয়। বেধড়ক মারধরে তাদের দুই কর্মী প্রসূন পালিত ও গৌরাঙ্গ চক্রবর্তী জখম হন বলে সিপিএমের দাবি। পুলিশে অভিযোগ করেছেন সিপিএম নেতৃত্ব।
তৃণমূলের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার ডেপুটি মেয়র অমিতাভ বন্দ্যোপাধ্যায় অবশ্য পাল্টা অভিযোগ করেন, সিপিএমের লোকজন তহবিল সংগ্রহের নামে তাঁদের কর্মীদের গালিগালাজ করছিল। তাঁর বক্তব্য, ‘‘আমাদের কর্মীরা প্রতিবাদ করলে সিপিএমের লোকজন পাশের বস্তি থেকে লোক ডেকে আনে। আমাদের কর্মীরা প্রতিরোধ করেছে মাত্র।’’ পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।