শিল্পীদের মিছিল। নিজস্ব চিত্র।
দুর্গাপুজোয় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি দেওয়া হোক। এই দাবিতে সোমবার দুর্গাপুরের মহকুমাশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি, স্মারকলিপি দেওয়ার পরে, মঙ্গলবার বেনাচিতির পাঁচমাথার মোড় থেকে ভিড়িঙ্গি পর্যন্ত মৌনী মিছিল করলেন দুর্গাপুরের শিল্পীদের একাংশ।
শিল্পীদের সঙ্গে মিছিলে যোগ দেন শব্দ, আলো-সহ নানা বিষয়ের সঙ্গে যুক্ত কলাকুশলীরা। তাঁরা জানান, প্রায় সাত মাস বাড়িতে বসে আছেন। কাজ, রোজগার নেই। তাঁদের বক্তব্য, ‘‘সবাই সব করছেন। শুধু আমরাই কোণঠাসা। আমরা অনুদান চাই না। আমরা অনুষ্ঠান করে রোজগার করতে চাই। তাই মুক্তমঞ্চ খুলে দেওয়ার দাবি জানানো হচ্ছে।’’ গিটার বাদক কিংশুক গড়াই বলেন, ‘‘ধীরে-ধীরে সব কিছু খুলছে। সিনেমা হলও খুলছে। শুধু আমরা অনুষ্ঠান পরিবেশনের অনুমতি পাচ্ছি না। অথচ, দুর্গা পুজোর দিকেই বছরভর তাকিয়ে থাকি আমরা।’’ ড্রাম, প্যাডবাদক বুবুন চৌধুরী বলেন, ‘‘আমরা পথে নেমেছি। মঞ্চের খিদের সঙ্গে পেটের খিদে যোগ হয়েছে। আমাদের আবেদন, সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি দেওয়া হোক।’’ শিল্পীরা জানান, বছরভর সে ভাবে কাজ মেলে না। দুর্গাপুজোর উপরেই নির্ভর করে রোজগার। কিন্তু অনুষ্ঠান না করতে পারলে, পরিবারের আর্থিক অনটন আরও বাড়বে বলে আশঙ্কা শিল্পীদের। শিল্পী ঋতুপর্ণা পাল বলেন, ‘‘দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। তাই বাধ্য হয়ে পথে নেমেছি।’’ মহকুমাশাসক (দুর্গাপুর) অনির্বাণ কোলে জানান, রাজ্য সরকারের নিয়ম মতোই পদক্ষেপ করা হবে। আলাদা ভাবে কিছু করা সম্ভব নয়।