Purbasthali

মনীষীদের মূর্তি ‘নষ্ট’

প্রত্যেকটি মূর্তির নাকের অংশ ভারী কিছু দিয়ে আঘাত করে ভেঙে দেওয়া হয়েছে। নষ্ট করে দেওয়া হয়েছে চশমা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

পূর্বস্থলী শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২১ ০২:১৩
Share:

ভাঙা মূর্তি। নিজস্ব চিত্র

স্কুল চত্বরে থাকা ছ’জন মনীষীর মূর্তি ভাঙার অভিযোগ উঠেছে পূর্বস্থলী ১ ব্লকের নাদনঘাট পঞ্চায়েতের ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ে। সোমবার সকালে স্কুলে এসে শিক্ষকেরা ওই পরিস্থিতি দেখেন। তাঁদের অভিযোগ, রবিবার রাতে কে বা কারা ওই ঘটনা ঘটিয়েছে। আজ, মঙ্গলবার নাদনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও জানিয়েছেন তাঁরা।

Advertisement

স্কুল সূত্রে জানা গিয়েছে, করোনা-পর্বের আগে নেতাজি সুভাষচন্দ্র বসু, কাজী নজরুল ইসালাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর ও সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছ’টি সিমেন্টের মূর্তি কেনা হয়েছিল প্রায় ৫০ হাজার টাকা খরচ করে। স্কুল চত্বরের ভিতরেই রাখা ছিল সেগুলি। শিক্ষকদের দাবি, মূর্তি কেনার পরেই লকডাউন শুরু হয়ে যায়। বন্ধ হয়ে যায় স্কুল। ফলে মূর্তিগুলি উদ্বোধন অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়। এ দিন শিক্ষকেরা দেখেন, প্রত্যেকটি মূর্তির নাকের অংশ ভারী কিছু দিয়ে আঘাত করে ভেঙে দেওয়া হয়েছে। নষ্ট করে দেওয়া হয়েছে চশমা। প্রধান শিক্ষক শ্রীকান্ত ঘোষাল বলেন, ‘‘কে বা কারা মূর্তিগুলি এমন ভাবে ভেঙে দিল বুঝতে পারছি না। মঙ্গলবার একটি লিখিত অভিযোগ পুলিশের কাছে জানানো হবে।’’ স্কুল কর্তৃপক্ষের অনুমান, সামনের একটি দরজা দিয়ে ঢুকেই এই কাজ করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement