ফাইল চিত্র।
ওষুধ পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও এক জনকে গ্রেফতার করল বর্ধমান জেলার দুর্নীতি দমন শাখা। ধৃতের নাম দেবদাস দত্ত ওরফে দেবু। বর্ধমান শহরের ভাতছালা এলাকায় তাঁর বাড়ি। বুধবার রাতে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। জেলা প্রশাসন সূত্রে খবর, পুলিশি হেফাজতে থাকা সৌরেন্দ্র নারায়ণ রায়কে জিজ্ঞাসাবাদ করে ওষুধ পাচারে দেবদাসের জড়িত থাকার বিষয়ে জানতে পারে দুর্নীতিদমন শাখা। ধৃত সরকারি ওষুধ পাচারে জড়িত থাকার কথা কবুল করেছে বলেও দাবি দুর্নীতি দমন শাখার সূত্রের।
ওই সূত্রের আরও দাবি, সৌরেন্দ্রকে হেফাজতে নেওয়ার পর তাঁর ফ্ল্যাট থেকে একটি ডায়েরি উদ্ধার হয়েছে। তাতে তিনি কোথায় কোথায় ওষুধ পাচার করেছেন, তার তথ্য রয়েছে। এ ছাড়াও ওষুধের কারবারের হিসাবপত্রও রয়েছে ওই ডায়েরিতে। পাশাপাশিই, দেবদাসের সঙ্গে টাকা লেনদেনের চুক্তিপত্রও সৌরেন্দ্রর কাছ থেকে পাওয়া গিয়েছে। তা থেকেই দেবদাসের যোগসূত্র জানতে পারেন তদন্তকারীরা। দুর্নীতি দমন শাখা সূত্রে খবর, সোমবার বিকেলে জেলার ড্রাগ কন্ট্রোল বিভাগ ও দুর্নীতি দমন শাখা যৌথ ভাবে সৌরেন্দ্রর পাঞ্জাবিপাড়ার আবাসনে হানা দেয়। আবাসন থেকে প্রচুর পরিমাণে সরকারি সরবরাহের ওষুধ ও ইঞ্জেকশন উদ্ধার হয়। দু’টি মোবাইলও বাজেয়াপ্ত করা হয়। আবাসন থেকেই সৌরেন্দ্র ওষুধের বেআইনি কারবার চালাত বলে অভিযোগ।
বৃহস্পতিবার দেবদাস এবং দু’দিনের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় সৌরেন্দ্রকেও বর্ধমান সিজেএম আদালতে হাজির করানো হয়। বিচারক দেবদাসকে দু’দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। অন্য দিকে, বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১৮ জানুয়ারি সৌরেন্দ্রকে আবার আদালতে হাজির করানোর নির্দেশ দেন বিচারক।