— নিজস্ব চিত্র।
অস্ত্রোপচারের সময় রোগীর মৃত্যুর অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের আসানসোলে। রবিবার রাতে আসানসোলের হিলভিউ এলাকার একটি নার্সিংহোমে ঘটনাটি ঘটেছে। রোগীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরেই নার্সিংহোমে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে পরিবারের বিরুদ্ধে।
হাসপাতালে সূত্রে খবর, আসানসোল রেল ডিভিশনের টিকিট পরীক্ষক বছর চুয়াল্লিশের মনোজকুমার রায়কে নার্সিংহোমে ভর্তি করানো হয়েছিল। অ্যাপেন্ডিক্স অপারেশন হওয়ার কথা ছিল। পরিবারের দাবি, ভুল অস্ত্রোপচারের কারণে মৃত্যু হয়েছে রোগীর। এই খবর পেয়েই রোগীর আত্মীয়স্বজনেরা নার্সিংহোম চত্বরে ভাঙচুর চালান বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।
নার্সিংহোমের চিকিৎসক নির্ঝর মাজি বলে, ‘‘অ্যাপেন্ডিক্স অপারেশন করার জন্য ভর্তি হয়েছিলেন এক ব্যক্তি। অপারেশন করার সময় হঠাৎ করে তাঁর হার্ট অ্যাটাক হয়। সব রকম চেষ্টা করেও বাঁচানো সম্ভব হয়নি। রোগীর আত্মীয়েরা কিছু জিনিসপত্র ভাঙচুর করেছে।’’