আইন-শৃঙ্খলা নিয়ে নালিশ

দলীয় কর্মীদের উপরে তৃণমূলের আক্রমণ ও দুষ্কৃতী-তাণ্ডবের প্রতিবাদে সোমবার জেলা বামফ্রন্টের পক্ষ থেকে আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনারকে স্মারকলিপি দেওয়া হয়। অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার অজয় নন্দ। এ দিন কর্মসূচির নেতৃত্বে ছিলেন আসানসোলের দুই প্রাক্তন সাংসদ বংশোগোপাল চৌধুরী ও রামচন্দ্র সিংহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ০১:৪৬
Share:

পুলিশ কমিশনারেটে বাম নেতারা। —নিজস্ব চিত্র।

দলীয় কর্মীদের উপরে তৃণমূলের আক্রমণ ও দুষ্কৃতী-তাণ্ডবের প্রতিবাদে সোমবার জেলা বামফ্রন্টের পক্ষ থেকে আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনারকে স্মারকলিপি দেওয়া হয়। অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার অজয় নন্দ।
এ দিন কর্মসূচির নেতৃত্বে ছিলেন আসানসোলের দুই প্রাক্তন সাংসদ বংশোগোপাল চৌধুরী ও রামচন্দ্র সিংহ। তাঁদের অভিযোগ, পাণ্ডবেশ্বর, খোট্টাডিহি, কেন্দা এলাকায় তাঁদের কর্মী, সদস্যদের উপরে হামলা চালাচ্ছে তৃণমূল। শুধু তাই নয়, তৃণমূলের লোকেরা থানার সামনে বসে থাকায় আক্রান্তেরা পুলিশের কাছে যেতে ভয় পাচ্ছেন। বংশোগোপালবাবুর অভিযোগ, ‘‘এলাকায় তৃণমূলের লোকজন একটি সমান্তরাল প্রশাসন চালাচ্ছে। তারাই গোটা অঞ্চলকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। অন্ডাল, উখড়া এলাকায় দলীয় কার্যালয় দখল করে নিয়েছে তৃণমূল।’’

Advertisement

তাঁদের আরও অভিযোগ, জামুড়িয়ায় অজয়ের ধারে একটি আন্তঃরাজ্য জুয়ার আসর বসানো হচ্ছে নিয়মিত। এর ফলে দুষ্কৃতীর আনাগোনা বাড়ছে। পাণ্ডবেশ্বর, খোট্টাডিহি, শোনপুর বাজারি খনি এলাকায় মাফিয়ারাজ মাথা চাড়া দিয়ে উঠেছে। দিনদুপুরে ইসিএলের কয়লা ও গাড়ির ডিজেল চুরি হয়ে যাচ্ছে।

হিরাপুরের সিপিএম নেতা অর্পণ মুখোপাধ্যায় ও প্রাক্তন বিধায়ক দিলীপ সরকারের খুনের ঘটনার তদন্ত কত দূর এগিয়েছে, তা জানতে চেয়েও স্মারকলিপি দেওয়া হয় এ দিন। অজয় নন্দ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তৃণমূলের আসানসোল জেলা সভাপতি ভি শিবদাসনের প্রতিক্রিয়া, ‘‘জনসমর্থন হারিয়ে মিথ্যে অভিযোগ করছে বামেরা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement