Agnimitra Paul

জল, রাস্তা নিয়ে সমস্যা, অভিযোগ অগ্নিমিত্রার

অগ্নিমিত্রাদেবীর অভিযোগ প্রসঙ্গে তৃণমূল পরিচালিত স্থানীয় পঞ্চায়েতের প্রধান নিনেশ বাউড়ি জানান, জনস্বাস্থ্য কারিগরি দফতর দিনে এক ঘণ্টা এলাকায় জল সরবরাহ করলেও, তা পর্যাপ্ত নয়। তবে, রাস্তার বেশির ভাগ অংশই ঢালাই করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রানিগঞ্জ শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২০ ০৭:৪১
Share:

অগ্নিমিত্রা পাল। নিজস্ব চিত্র।

ছটপুজো উপলক্ষে এলাকায় কম্বল বিতরণের কর্মসূচিতে এসে আমরাসোঁতা পঞ্চায়েতের ঝাঁটিডাঙার রাস্তা ও জলের সwwwমস্যার বিষয়ে অভিযোগ করলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর অভিযোগ, ঝাঁটিডাঙা আসার রাস্তার বেশ কিছু অংশ বেহাল। জলের সমস্যা রয়েছে। বেশির ভাগ বাড়িতে নেই শৌচাগার। সংগঠনের স্থানীয় নেত্রী বাণী চক্রবর্তী জানান, এ দিন দু’শো জনকে কম্বলদেওয়া হয়েছে।

Advertisement

তবে অগ্নিমিত্রাদেবীর অভিযোগ প্রসঙ্গে তৃণমূল পরিচালিত স্থানীয় পঞ্চায়েতের প্রধান নিনেশ বাউড়ি জানান, জনস্বাস্থ্য কারিগরি দফতর দিনে এক ঘণ্টা এলাকায় জল সরবরাহ করলেও, তা পর্যাপ্ত নয়। তবে, রাস্তার বেশির ভাগ অংশই ঢালাই করা হয়েছে। বাকি অংশও দ্রুত ঢালাই করা হবে বলে জানান। পাশাপাশি, তাঁর দাবি, ‘‘অনেক পরিবারের নিজস্ব জায়গা না থাকায় শৌচাগার তৈরি করা যাচ্ছে না। সমস্যা মেটানোরচেষ্টা চলছে।’’

এ দিকে, জনস্বাস্থ্য কারিগরি দফতরের ‘রানিগঞ্জ কোলফিল্ড এরিয়া ডিভিশন ওয়ান’-এর এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার চম্পক ভট্টাচার্য জানান, দামোদরের পাড়ে অণ্ডালের মদনপুর জলপ্রকল্প থেকে এই এলাকায় জল সরবরাহ করা হয়। কিন্তু তার পরেও কিছু সমস্যা রয়েছে। তা দূর করতে ওই জলপ্রকল্পের ‘সম্প্রসারণ প্রকল্প’ তৈরি করে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। এর জন্য ৩৪ কোটি টাকা অনুমোদনের অপেক্ষায় বলে জানান চম্পকবাবু।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement