ডিওয়াইএফ-এর ক্ষোভ। রানিগঞ্জে।
একাধিক দাবিতে বুধবার রানিগঞ্জ বিদ্যুৎ দফতরে বিক্ষোভ দেখালেন শ’খানেক বাসিন্দা। নেতৃত্বে ছিল ডিওয়াইএফ-এর রানিগঞ্জ জোনাল কমিটি। বিক্ষোভ শেষে দফতরের সহায়ক বাস্তুকারের কাছে একটি দাবিপত্রও দেওয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ঠিক সময়ে বিদ্যুতের বিল উপভোক্তাদের কাছে পাঠানো হয় না। শহরের ৫টি ট্রান্সফর্মারের কার্যকাল শেষ হয়ে গেলেও সেগুলি পরিবর্তন না করে শুধুমাত্র সারাই করে কাজ চালানো হচ্ছে। বারাবার বিদ্যুৎ বিভ্রাটের জেরে সমস্যায় পড়ছেন বাসিন্দারা। বিদ্যুত দফতরের অনুসন্ধান কেন্দ্রের টেলিফোনটিতে পরিষেবা সংক্রান্ত কোনও অসুবিধার কথা জানাতেও সমস্যা হয় বলে দাবি। সহায়ক বাস্তুকার অমিতাভ চৌধুরী জানান, দাবিপত্রটি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।