তেলের মান নিয়ে বিক্ষোভ

ডিপো থেকে পাঠানো তেলের গুণমান ও পরিমাণ ঠিক নেই অভিযোগ করে বুধবার রাজ্যের বেশ কয়েকটি জেলার প্রায় শ’দুয়েক ডিলার রাজবাঁধের রাস্ট্রায়ত্ত তেল সংস্থার ডিপোয় এসে বিক্ষোভ দেখালেন। বিক্ষোভ শেষে স্মারকলিপিও দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৫ ০১:৪৭
Share:

ডিপো থেকে পাঠানো তেলের গুণমান ও পরিমাণ ঠিক নেই অভিযোগ করে বুধবার রাজ্যের বেশ কয়েকটি জেলার প্রায় শ’দুয়েক ডিলার রাজবাঁধের রাস্ট্রায়ত্ত তেল সংস্থার ডিপোয় এসে বিক্ষোভ দেখালেন। বিক্ষোভ শেষে স্মারকলিপিও দেওয়া হয়।

Advertisement

‘ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন’ তরফে জানানো হয়েছে, রাজবাঁধের এই ডিপো থেকে বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও মুর্শিদাবাদের কয়েকশো পেট্রোল পাম্পে তেল সরবরাহ করা হয়। অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তুষারকান্তি সেনের দাবি, বেশ কয়েকটি পেট্রোল পাম্পের মালিক অভিযোগ করছেন যে ট্যাঙ্কারে করে পরিমাণের তুলনায় কম তেল পাঠানো হচ্ছে। তা ছাড়া নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে তেলের গুণমানও ঠিক নয়। এর জেরে ব্যবসা মার খাচ্ছে বলে দাবি ডিলারদের। পরিবহণ সংস্থাকে বারবার সমস্যার কথা বলেও কোনও লাভ হয়নি বলে ডিলারদের অভিযোগ। তুষারবাবু বলেন, ‘‘তেল সংস্থার পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়া হওয়ায় এমন পরিস্থিতিতে পড়তে হয়। সংস্থার গাফিলতির দায় আমরা ঘাড়ে নেব না।’’ সংস্থার আধিকারিকেরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। প্রসঙ্গত, এই ডিপোকে কেন্দ্র করে এর আগেও একাধিকবার বিভিন্ন অভিযোগ উঠেছে। ট্যাঙ্কার ঢোকানো নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব, এমনকী মারধরের ঘটনাও ঘটেছে।

তেল সংস্থার ডিপো ম্যানেজার পিকে দাসের সঙ্গে এ দিন যোগাযোগ করা যায়নি। তবে সংস্থার অন্যান্য আধিকারিকেরা জানান, ডিলারদের অভিযোগগুলি খতিয়ে দেখা হবে। পরিবহণ সংস্থাগুলির সঙ্গেও কথা বলা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement