ফের বোমাবাজি, মারামারিতে অশান্ত হয়ে উঠল মঙ্গলকোটের ভাল্যগ্রাম পঞ্চায়েতের পিন্ডিরা গ্রাম। স্থানীয় বাসিন্দাদের দাবি, মঙ্গলবার বেলা ১১টা নাগাদ দফায় দফায় বোমাবাজি ও ভাঙচুরের ঘটনাটি ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের দখল নেওয়া নিয়ে দু’দলের গোলমাল বাধে। পিন্ডিরার মাঝেরপাড়ায় ২০-২৫ জনের একটি দুষ্কৃতী দল বন্দুক ও বোমা নিয়ে চড়াও হয় স্থানীয় কয়েকজনের বাড়িতে। পঞ্চায়েত কার্যালয়ের সামনেও বোমা ছোড়া হয় বলেও অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, মঙ্গলকোটের তৃণমূল ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী অনুগামীরাই বোমাবাজি করেছে। যদিও অভিযোগ অস্বীকার করে ব্লক সভাপতি জানান, সামান্য বচসা হয়েছে। বোমাবাজির অভিযোগ মিথ্যা। আর যারা অভিযোগ করছে তারা এলাকায় দুষ্কৃতী হিসাবেই পরিচিত। বিধায়ক অনুগামী, জেলা পরিষদের কর্মাধক্ষ্য বিকাশ চৌধুরীর বলেন, ‘‘পুলিশ এর ব্যবস্থা নিক।’’ পুলিশের দাবি, গ্রাম্য বিবাদের জেরেই বচসা হয়েছে। বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছেন এসডিপিও শচিন মাঁকড়। এ দিন জবগ্রামেও বোমাবাজি হয়েছে বলে জানা গিয়েছে।