Adivasi protest

কাজের দাবিতে ক্ষোভ আদিবাসী সংগঠনের

সংগঠনের অভিযোগ, দীর্ঘদিন ধরে পিটগুলি চালানো হচ্ছে। সেখানে নিরাপত্তারক্ষীদের দায়িত্বে স্থানীয় বাসিন্দাদের নেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাঁকসা শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৪ ১০:০৮
Share:

আকন্দরায় বিক্ষোভ। নিজস্ব চিত্র

স্থানীয় আদিবাসীদের কাজে নিয়োগের দাবিতে শুক্রবার সকাল থেকে দিনভর কাঁকসার আকন্দারা গ্রামে একটি বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার পিটের সামনে বিক্ষোভ দেখাল ভারত জাকাত মাঝি পরগনা মহল। সংগঠনটির আরও অভিযোগ, তৃণমূলের ঘনিষ্ঠরেই কাজ পাচ্ছেন।

Advertisement

মলানদিঘি পঞ্চায়েতের আকন্দারা গ্রামে সংস্থাটির পাঁচটি পিট রয়েছে। সেগুলি থেকে ভূগর্ভস্থ কোল বেড মিথেন উত্তোলন করা হয়। এ দিন ওই এলাকার দু’নম্বর পিটে ভারত জাকাত মাঝি পরগনা মহলের নেতৃত্বে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় আদিবাসীপাড়ার বাসিন্দারা। বিক্ষোভে যোগ দিয়েছিলেন মহিলারাও। এ দিন তাঁরা পিটের গেটে বাঁশ আটকে সামনে বসে পড়েন।

সংগঠনের অভিযোগ, দীর্ঘদিন ধরে পিটগুলি চালানো হচ্ছে। সেখানে নিরাপত্তারক্ষীদের দায়িত্বে স্থানীয় বাসিন্দাদের নেওয়া হয়। অথচ, কোনও পিটেই স্থানীয় আদিবাসীদের কাজে নেওয়া হচ্ছে না। বার বার সংস্থার কাছে আর্জি জানিয়েও কাজ হয়নি। সংগঠনের তরফে জয়দেব মুর্মুর অভিযোগ, “আকন্দারা গ্রামে বহু আদিবাসী যুবক রয়েছেন। তাঁদের কোনও কাজ নেই। অথচ এলাকায় এতগুলি পিট থাকলেও, তাঁদের কাজে নেওয়া হচ্ছে না। একমাত্র তৃণমূলের লোকজনকেই কাজে নেওয়া হচ্ছে।”

Advertisement

এ দিকে, বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কাঁকসা থানার পুলিশকর্মীরা। বিকেল ৩টে নাগাদ পুলিশের মধ্যস্থতায় বিক্ষোভ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে তৃণমূলের ব্লক সভাপতি নবকুমার সামন্তের বক্তব্য, “বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখা হবে।” পাশাপাশি, সংশ্লিষ্ট সংস্থাটির তরফে মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস, দাবি খতিয়ে দেখা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement