জলের অবৈধ সংযোগ নিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। তার দেখাদেখি গ্রামবাসীদের একাংশও রাস্তার কল থেকে অবৈধ ভাবে বাড়িতে জলের সংযোগ করে নিয়েছেন— এমনই অভিযোগ জানিয়ে জনস্বাস্থ্য কারিগরি দফতরে চিঠি দিলেন আসানসোল (দক্ষিণ) তৃণমূলের কৃষক সংগঠনের ব্লক সভাপতি তরুণ মণ্ডল। অবৈধ সংযোগের জেরে রানিগঞ্জের বল্লভপুর ও বেলুনিয়ায় জলসঙ্কট তীব্র হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন তিনি।
বেলুনিয়ার বাসিন্দা তরুণবাবুর অভিযোগ, বল্লভপুরের পঞ্চায়েত প্রধান শ্রীদাম মণ্ডল অবৈধভাবে নিজের বাড়িতে ৩টি কলের সংযোগ নিয়েছেন। প্রধানের দেখাদেখি গ্রামেরও বেশ কয়েকজন বাসিন্দা নিজেদের বাড়িতে রাস্তার কলের পাইপলাইনে অবৈধভাবে ছিদ্র করে সংযোগ নিয়েছেন। একইভাবে জল চুরি করে ওই এলাকায় ৬টি ইটভাটাও চলছে বলে তরুণবাবুর দাবি। শ্রীদামবাবু যদিও তাঁর বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘পেপার মিল গেট পর্যন্ত কয়েকটি এলাকায় জল সমস্যা রয়েছে। কারণ ওই এলাকার একটিমাত্র পাইপলাইনও পুরনো। নতুন আরও একটি লাইন বসানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।’’
এলাকার বাসিন্দারা জানান, প্রতিদিন ১০ মিনিটের বেশি জল মিলছে না। এলাকার ৫টি চাপাকল আবার খারাপ অবস্থায় দীর্ঘদিন ধরেই পড়ে রয়েছে। আর এর জেরে গ্রামের বাসিন্দারা প্রতিদিন জল আনছেন প্রায় ১ কিলোমিটার দূরের বাঁশতলা এলাকা থেকে। গত শনিবার, ৬ জুন বাসিন্দাদের একাংশ পর্য়াপ্ত জলের দাবিতে বল্লভপুরের বাঁশতলায় বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখান। জনস্বাস্থ্য কারিগরি দফতরের তরফে সমস্যার কথা স্বীকরা করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, ‘‘ওই এলাকায় জল সরবারহের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’