বাস হল্ট ট্রানজিট হাবের শিলান্যাস। নিজস্ব চিত্র।
পূর্ব বর্ধমানের ভাতারে শিলান্যাস হল আধুনিক বাস হল্ট ট্রানজিট হাবের। এটি ১ একর জমির উপর তৈরি হবে। এখানে আসা যাত্রীরা থাকা খাওয়া উন্নত পরিষেবা পাবেন। এমনকি অ্যাম্বুল্যান্সও থাকছে এই হাবে। এর আগে গত রবিবার ২ নম্বর জাতীয় সড়কে পালসিট টোলপ্লাজার কাছে ৬ একর জমির উপর এমনই একটি হাবের শিলান্যাস করেন মন্ত্রী স্বপন দেবনাথ। ভাতারেরটি তারই ছোট সংস্করণ।
ভাতারে মুরাতিপুরে বর্ধমান-মুর্শিদাবাদ রাজ্য সড়কের পাশে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের এই বাস হল্ট ট্রানজিট হাবে আধুনিক পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয়, স্নানাগার থাকবে। বাঙালির প্রিয় মাছ ভাত ছাড়াও মিলবে ফাস্টফুড। আশপাশে কোনও পথ দুর্ঘটনা হলে এখান থেকে অ্যাম্বুল্যান্স পাঠানোর ব্যবস্থাও থাকছে বলে জানিয়েছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান কর্নেল দীপ্তাংশু চৌধুরী।
রবিবার ভাতারে এই হাবটির শিলান্যাস অনুষ্ঠানে দীপ্তাংশু ছাড়াও ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহসভাধিপতি দেবু টুডু, ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল, জেলাশাসক মহম্মদ এনাউর রহমান-সহ প্রশাসনিক আধিকারিকরা।