—নিজস্ব চিত্র।
বৃহন্নলাদের সংবর্ধনা দেওয়া হল পূর্ব বর্ধমানের গুসকরায়। বাবার মৃত্যুদিবস পালনে এই সংবর্ধনা সভার আয়োজন করল গুসকরার গুঁই পরিবার।
বুধবার গুসকরা শহরের সংহতিপল্লীতে কালীমন্দির সংলগ্ন মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুঁই পরিবারের দুই ভাই মনোরঞ্জন গুঁই ও চিত্তরঞ্জন গুঁই এই অনুষ্ঠানের আয়োজক। পেশায় বস্ত্র ব্যবসায়ী তাঁরা। আট বছর আগে মারা গিয়েছেন মনোরঞ্জনের বাবা রাধাবল্লভ গুঁই। বাবার স্মৃতিচারণেই এই অভিনব আয়োজন।
অনুষ্ঠানে ছিলেন পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুপ্রিয় অধিকারী, আউশগ্রামের বিডিও অরিন্দম মুখোপাধ্যায়, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সুজিত চট্টোপাধ্যায়, পদ্মশ্রী প্রাপক সুশোভন বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সমাজকর্মী অনুরাগ মৈত্রেয়ী ও জেলা পরিষদের সভাপতি শম্পা ধাড়া।
দুই পদ্মশ্রী প্রাপককেও সংবর্ধনা দেওয়া হয় ওই সভায়। জেলাশাসক সুপ্রিয়ের উদ্যোগে তৃতীয় লিঙ্গের মানুষজনদের ভোটার কার্ডের জন্য নাম নথিভুক্তকরণের কাজও শুরু হয় ওই সভায়। সম্মান পেয়ে আপ্লুত আমন্ত্রিত তাঁরা। শ্রীকুমারী, অর্চনা, শীলারা বলছেন, ‘‘এই সম্মান পেয়ে আমরা আপ্লুত।’’